৫ মে ভারতীয় সময় রাত ৮.৪৪ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। এই গ্রহণ শেষ হবে রাত ০১.০১ মিনিটে, ততক্ষণে ক্যালেন্ডারের হিসাবে দিন হবে ৬ মে। মোট ৪ ঘণ্টা ১৮ মিনিট গ্রহণ চলবে। উল্লেখ্য, এবারের চন্দ্রগ্রহণ হল উপচ্ছায়া গ্রহণ।
1/5২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ ৫ মে বুদ্ধ পূর্ণিমার দিন। ভারতে রাতের আকাশে এই চন্দ্রগ্রহণ দেখা যাবে। বৈশাখ পূর্ণিমার এই পূণ্যলগ্নে চাঁদের এই গ্রহণে ১৩০ বছর পর এক বিশেষ যোগের উল্লেখ করছে জ্যোতিষশাস্ত্র। আজ শুক্রবার রাত কখন থেকে এই গ্রহণ লাগবে,তা দেখে নিন। এছাড়াও জ্যোতিষমতে এই গ্রহণকালে কী কী করণীয়, আর কী কী নয়, তা জেনে নিন। REUTERS/Ann Wang (AP)
2/5২০২৩ সালের প্রথম চন্দ্রগ্রহণ কখন: ৫ মে ভারতীয় সময় রাত ৮.৪৪ মিনিট থেকে শুরু হবে চন্দ্রগ্রহণ। এই গ্রহণ শেষ হবে রাত ০১.০১ মিনিটে, ততক্ষণে ক্যালেন্ডারের হিসাবে দিন হবে ৬ মে। মোট ৪ ঘণ্টা ১৮ মিনিট গ্রহণ চলবে। উল্লেখ্য, এবারের চন্দ্রগ্রহণ হল উপচ্ছায়া গ্রহণ। REUTERS (AP)
3/5চন্দ্রগ্রহণের সময় কী কী করবেন না- জ্যোতিষমতে বলা হচ্ছে, চন্দ্রগ্রহণের সময় খুব প্রয়োজন না থাকলে, পূর্ণিমার রাতে আজ না বেরনোই ভালো। এছাড়াও শাস্ত্রমতে, গ্রহণের আগে ও পরে স্নান করার পরামর্শ দিচ্ছেন শাস্ত্রজ্ঞরা। গ্রহণের সময় উপবাস করলে, জল পান করতে থাকতে হবে। (AP)
4/5জ্যোতিষমতে গ্রহণের সময় কী কী করণীয়- শাস্ত্র মতে বলা হচ্ছে, চন্দ্রগ্রহণের সময় ধ্যানযোগ করা উচিত। এছাড়াও রামচরিত মানস, ভগবত গীতা পাঠ করারও পরামর্শ দেওয়া হচ্ছে। এই সময় গর্ভবতীদের বাড়ির বাইরে যেতে বারণ করা হচ্ছে। তাঁরা চাইলে সঙ্গে একটি নারকেল রাখতে পারেন বা লোহার টুকরো। কোনও ছুরি, কাঁচি এই সময় সঙ্গে নিয়ে চলতেও বারণ করা হচ্ছে। (ছবি: সৌমিক মজুমদার) (AP)
5/5চন্দ্রগ্রহণে কী কী করণীয়- গ্রহণকালে খাবারে তুলসীপাতা দিয়ে রাখার কথা বলছেন শাস্ত্রজ্ঞরা। গ্রহণকাল কেটে গেলে ঘরে গঙ্গার জলের ছিটে দেওয়ার কথা বলছেন বিশেষজ্ঞরা। গ্রহণ চলাকালীন কাউকে নুন, ঘি, পোশাক বা শস্য দান করতে পারেন। (AP Photo/Lorenio L.Pereira) (AP)