Maa Laxmi Blessings from 22nd January: জ্যোতিষশাস্ত্রে শুক্রকে অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, কুম্ভ রাশিতে শুক্রের গোচরের ফলে কয়েকটি রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে। কোন কোন রাশির জাতকরা লাভবান হবেন, তা দেখে নিন -
1/6আগামী রবিবার (২২ জানুয়ারি) রাশি পরিবর্তন করতে চলেছেন শুক্র গ্রহ। যে গ্রহকে বৈভব, অর্থের কারক গ্রহ হিসেবে বিবেচনা করা হয়। ওই সময় ওই রাশির জাতকদের উপর মা লক্ষ্মীর আশীর্বাদ থাকবে।
2/6মেষ রাশি- কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশের ফলে মেষ রাশির জাতকরা লাভবান হবেন। ব্যবসায়ীদের মুনাফা বাড়বে। যাঁরা চাকরি করেন, তাঁরা নয়া চাকরির প্রস্তাব পেতে পারেন। আকস্মিক অর্থলাভের যোগ তৈরি হচ্ছে। কোথাও ঘুরতে যেতে পারেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করতে পারেন মেষ রাশির জাতকরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6মিথুন রাশি- মিথুন রাশির জাতকদের জন্য শুক্রের গোচর অত্যন্ত লাভজনক হতে চলেছে। যে মিথুন রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, তাঁরা শুভ ফল লাভ করবেন। দীর্ঘদিন ধরে যাঁরা পদোন্নতির অপেক্ষায় আছেন, তাঁরা অবশেষে সুখবর পেতে পারেন। পড়াশোনায় মন বসবে।
4/6সিংহ রাশি- কুম্ভ রাশিতে শুক্রের প্রবেশের ফলে সিংহ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। কর্মক্ষেত্রে যদি পরিশ্রম করেন, তাহলে শুভ ফল লাভ করবেন। বিবাহিত জাতকদের সম্পর্ক ভালো হবে। অবিবাহিতরা বিয়ের প্রস্তাব পেতে পারেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
5/6মকর রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে মকর রাশির জাতকদের হাতে আচমকা টাকা আসবে। নয়া চাকরির সুযোগ মিলবে। যেখানে চাকরি করছেন, সেখানে চাকরির পদোন্নতির পথ প্রশস্ত হবে। প্রেমজীবন ভালো কাটবেন। পরিবারের সঙ্গে ভালো সময় কাটানোর সুযোগ পাবেন।
6/6কুম্ভ রাশি- শুক্রের রাশি পরিবর্তনের ফলে কুম্ভ রাশির জাতকদের জীবনে ইতিবাচক ফল মিলবে। কর্মক্ষেত্রে সিনিয়ররা প্রসন্ন হবেন। আপনি যেভাবে কাজ করবেন, তা সকলের মন জিতে নেবে। ব্যবসায়ীরা মুনাফা লাভ করবেন। বিনিয়োগ করলে লাভবান হবেন কুম্ভ রাশির জাতকরা।