1/5‘শ্রীময়ী’ ধারাবাহিকের ‘কিয়া’ বা 'মোহর'-এর শ্রেষ্ঠা হিসাবে নজর কেড়েছেন তিনি। বাংলা টেলিভিশনের জনপ্রিয় খলনায়িকা তিনি, তবুও এই ভ্যাম্প যে সৌন্দর্যের মাপকাঠিতে টেক্কা দেন হিরোইনদের তা বলবার অপেক্ষা রাখে না। কথা হচ্ছে মধুরিমা বসাকের। (ছবি-ইনস্টাগ্রাম)
3/5সিরিয়ালে তাঁকে হ্যান্ডলুম শাড়ি ছাড়া অন্যলুকে চোখে পড়ে না। তবে ইনস্টাগ্রামের দেওয়ালে এই খলনায়িকার রূপের যে বিভঙ্গ ধরা পড়ে তা দেখে যে কোনও পুরুষ হৃদয়ের ধুকপুকানি বেড়ে যাবে।
4/5ছোটপর্দার এই ভিলেন শীঘ্রই নায়িকা হিসাবে রুপোলি সফর শুরু করবেন। তাও আবার সৃজিত মুখোপাধ্যায়ের পরিচালনায়। ছবির নাম ‘এক্স = প্রেম’। যদিও আগেই ছবিতে ডেব্যিউ সেরে ফেলেছেন মধুরিমা, সৌজন্যে ব্রাত্য বসুর ‘ডিকশনারি’। (ছবি-ইনস্টাগ্রাম)
5/5সৃজিতের ছবিতে কিন্তু খল নায়িকা নন, নায়িকার ভূমিকাতেই মধুরিমা। খিলাৎ-জয়িতা আর অর্ণব-অদিতি-র প্রেমের গল্প বলবে সৃজিতের ‘এক্স = প্রেম’। অদিতির ভূমিকায় রয়েছেন মধুরিমা, তাঁর নায়ক অর্জুন চক্রবর্তী।