বাংলা নিউজ > ছবিঘর > Cop in a disguise: ব়়্যাগিংকাণ্ড ঘিরে রুদ্ধশ্বাস তদন্ত! ছাত্রীর ছদ্মবেশে মহিলা পুলিশকর্মী এই কলেজে করলেন পর্দাফাঁস

Cop in a disguise: ব়়্যাগিংকাণ্ড ঘিরে রুদ্ধশ্বাস তদন্ত! ছাত্রীর ছদ্মবেশে মহিলা পুলিশকর্মী এই কলেজে করলেন পর্দাফাঁস

ক্যান্টিনে ছিল তাঁর অনায়াস যাতায়াত, সেখানে কর্মরত সকলের সঙ্গেই ভালো বন্ধুত্ব হয়ে যায় ছদ্মবেশের শালিনীর। পড়ুয়াদের সঙ্গে তো বন্দুত্ব ছিলই। এইভাবে কলেদের ভিতরে পড়ুয়া সেজে ঢুকে শালিনী শুরু করে দেন তাঁর গোপন অপারেশন। একটি ব়্যাগিংয়ের মামলা সমাধান করা ছিল তাঁর লক্ষ্য। শালিনী যখন তাঁর কাজে মনোনিবেশ করছেন, তখন বাইরের কেউ তাঁর আসল পরিচিতি ধরতেও পারেননি।

অন্য গ্যালারিগুলি