DA hiked by 4 percent: অবশেষে এল সুখবর। রাজ্য সরকারি কর্মচারীদের চার শতাংশ মহার্ঘ ভাতা (ডিএ বা ডিয়ারনেস অ্যালোওয়েন্স) বাড়ানো হল। যা আগামী ফেব্রুয়ারি থেকেই কার্যকর হবে বলে জানিয়েছে এই রাজ্য সরকার। তাহলে কত হারে ডিএ পাবেন?
1/5মহার্ঘ ভাতার (ডিএ) বৃদ্ধির জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কেন্দ্রীয় সরকার কর্মচারীরা। তারইমধ্যে চার শতাংশ ডিএ বৃদ্ধির ঘোষণা করল বিজেপি-শাসিত মধ্যপ্রদেশ সরকার। তার ফলে মধ্যপ্রদেশের সাত লাখের মতো রাজ্য সরকারি কর্মচারীরা উপকৃত হতে চলেছেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
2/5এবার থেকে তাহলে মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা কত হারে মহার্ঘ ভাতা পাবেন? এতদিন ৩৪ শতাংশ ডিএ পেতেন মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীরা। এবার তা বেড়ে দাঁড়াল ৩৮ শতাংশ। আপাতত ৩৮ শতাংশ হারেই ডিএ পান কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
3/5কবে থেকে বর্ধিত ডিএ কার্যকর হবে? মধ্যপ্রদেশ সরকারের তরফে জানানো হয়েছে, আগামী মাস (২০২৩ সালের ফেব্রুয়ারি) থেকেই বর্ধিত হারে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মচারীরা। যে সিদ্ধান্তের ফলে সাত লাখ রাজ্য সরকারি কর্মচারী লাভবান হবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
4/5মধ্যপ্রদেশের রাজ্য সরকারি কর্মচারীদের ডিএ যখন বেড়ে ৩৮ শতাংশ দাঁড়াল, তখন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীরা মাত্র তিন শতাংশ হারে ডিএ পাচ্ছেন (ষষ্ঠ বেতন কমিশনের আওতায়)। আপাতত যৌথ সংগ্রামী মঞ্চের ছাতার তলায় ডিএয়ের অনির্দিষ্টকালের অবস্থান করছেন তাঁরা। বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া এবং কেন্দ্রীয় হারে ডিএয়ের দাবিতে সেই পথে হেঁটেছেন পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মীরা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)
5/5কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ কবে বাড়বে? এমনিতে প্রতি বছর জানুয়ারি এবং জুলাইয়ে ডিএ বাড়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের। জানুয়ারি থেকে যে বর্ধিত ডিএ কার্যকর হয়, তা সাধারণত মার্চে ঘোষণা করা হয়ে থাকে। এবারও নরেন্দ্র মোদী সরকার সেই পথে হাঁটবে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা। একাধিক রিপোর্ট অনুযায়ী, তিন বা চার শতাংশ বাড়ানো হতে পারে ডিএ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ব্লুমবার্গ)