মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে কড়া নজরদারি চালাতে বড় পদক্ষেপ করতে চলেছে মধ্যশিক্ষা পর্ষদ। এই বছর নজিরবিহীন ভাবে প্রতিটি পরীক্ষাকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা বসানোর নির্দেশ দিল পর্ষদ। প্রতিটি কেন্দ্রে অন্তত পক্ষে তিনটি করে সিসিটিভি বসাতে হবে বলে জানিয়েছে পর্ষদ। পর্ষদের অবজার্ভাররা বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে গিয়ে সিসিটিভি নিয়ে রিপোর্ট পাঠাবেন।
1/5মাধ্যমিকের প্রশ্ন ফাঁস নিয়ে বহুবার অভিযোগ ওঠে। তবে এবার আর প্রশ্নপত্রের নিরাপত্তা নিয়ে আপস করতে নারাজ পর্ষদ। এই আবহে পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, 'প্রত্যেক স্কুলে অন্তত পক্ষে তিনটি করে সিসিটিভি বসানোর কথা আমরা বলেছি। যাতে কোনও ঘটনা ঘটলে আমাদের কাছে তার উপযুক্ত তথ্য প্রমাণ থাকে, তার জন্যই এই ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।' (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5এদিকে নতুন নিয়মে কোনও পরীক্ষার্থী নির্দিষ্ট সময়সীমা শেষ হওয়ার আগে পরীক্ষা শেষ করলেও প্রশ্নপত্র নিয়ে বাড়ি যেতে পারবে না। তাকে অপেক্ষা করতে হবে পুরো পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত। এদিকে সংশ্লিষ্ট পড়ুয়াকে পরীক্ষাকেন্দ্র ছাড়ার অনুমতি দেওয়া হলে তার প্রশ্নপত্র জমা রাখতে হবে পরীক্ষককে। সোশ্যাল মিডিয়ায় যাতে প্রশ্নপত্র ছড়িয়ে না পড়ে, তার জন্যই এই পদক্ষেপ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
3/5পর্ষদের সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় বলেন, 'অনেক সময়ই দেখা যায় প্রশ্নপত্রের ছবি তুলে সোশ্যাল সাইটে দিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। আমরা এই অপপ্রচারকে আটকাতে চাইছি। তার জন্যই আমারা এই সিদ্ধান্ত নিয়েছি।' প্রসঙ্গত, সাম্প্রতিক সময় প্রশ্নপত্র নিয়ে কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে। এর জেরেই বাড়তি সতর্কতা অবলম্বন করতে চাইছে পর্ষদ।
4/5মাধ্যমিক পরীক্ষা যাতে নির্বিঘ্নে সম্পন্ন হয়, তার জন্য গতবছরই ডিসেম্বর মাসে প্রতিটি জেলায় মনিটরিং কমিটি গঠন করেছিল মধ্যশিক্ষা পর্ষদ। জেলা মনিটরিং কমিটি কেমন করে কাজ করবে তা নিয়ে একটি নির্দেশিকাও জারি করা হয়। মাধ্যমিক পরীক্ষার দিনগুলিতে প্রত্যেকটি বিদ্যালয়ে কী কী ব্যবস্থা রাখতে হবে তারও একটি স্পষ্ট বার্তা নির্দেশিকায় দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পারভিন কুমার/হিন্দুস্তান টাইমস)
5/5সেই নির্দেশিকাতেই সিসিটিভির উল্লেখ ছিল। তাছাড়া পরিষ্কার–পরিচ্ছন্ন শৌচাগার, শুদ্ধ পানীয় জল, পর্যাপ্ত আসবাবপত্র, বেঞ্চ, আলোর ব্যবস্থা রাখতে বলা হয়েছে। কোনও পরীক্ষার্থী যদি অসুস্থ হয়ে পড়ে, তাহলে তার জন্য আলাদা ঘর বরাদ্দ করার আয়োজন রাখতে হবে। উল্লেখ্য, ফেব্রুয়ারির ২৩ তারিখ থেকে এবছরের মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলবে ৪ মার্চ পর্যন্ত। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)