Madhyamik Review and Scrutiny Result 2022: মাধ্যমিক পরীক্ষায় কি নম্বর বেড়েছে? উত্তর মিলবে শীঘ্রই। কবে মাধ্যমিকের রিভিউ ও স্ক্রুটিনির রেজাল্ট প্রকাশিত হবে, তা জানিয়ে দিল মধ্যশিক্ষা পর্ষদ। কীভাবে সেই রেজাল্ট দেখবেন, তাও জেনে নিন।
1/5আগামিকাল (মঙ্গলবার, ২৬ জুলাই) প্রকাশিত হতে চলেছে মাধ্যমিকের পুনর্মূল্যায়নের (রিভিউ এবং স্ক্রুটিনি) ফলাফল। যা অনলাইনেও দেখতে পারবেন পড়ুয়ারা। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
2/5সোমবার মধ্যশিক্ষা পর্ষদের তরফে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, মঙ্গলবার পোস্ট পাবলিকেশন রিভিউ (পিপিআর) ও পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনির (পিপিএস) ফলাফল প্রকাশিত হবে। রিভিউ এবং স্ক্রুটিনির জন্য গত ১৭ জুন পর্যন্ত আবেদন নেওয়া হয়েছিল। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
3/5কীভাবে রেজাল্ট জানতে পারবেন? অনলাইনে দুপুর তিনটে থেকে মাধ্যমিকের রিভিউ এবং স্ক্রুটিনির ফলাফল জানতে পারবে পড়ুয়ারা। www.exametc.com, www.indiaresults.com এবং www.results.shiksha-তে ফলাফল জানতে পারবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সুনীল ঘোষ/হিন্দুস্তান টাইমস)
4/5তবে মঙ্গলবার মার্কশিট মিলবে না। আগামী বুধবার পর্ষদের নির্ধারিত শিবির থেকে স্কুলের প্রতিনিধিদের মার্কশিট সংগ্রহ করতে হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে সঞ্জীব বর্মা/হিন্দুস্তান টাইমস)
5/5গত ৩ জুন মাধ্যমিকের ফলাফল প্রকাশিত হয়েছিল। পাশের হার ছিল ৮৬.৬ শতাংশ। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)