বাংলা নিউজ > ছবিঘর > পয়লা জুন পর্যন্ত লকডাউন মহারাষ্ট্রে, ভিন রাজ্যে থেকে এলে লাগবে RT-PCR রিপোর্ট

পয়লা জুন পর্যন্ত লকডাউন মহারাষ্ট্রে, ভিন রাজ্যে থেকে এলে লাগবে RT-PCR রিপোর্ট

কিছুটা কমেছে করোনাভাইরাসের সংক্রমণ। তাও দৈনিক আক্রান্তের সংখ্যা নেহাত কম। সেই পরিস্থিতিতে কোনও ঝুঁকি নিল না মহারাষ্ট্র সরকার। বরং লকডাউনের (সরকারি ভাষায় ‘সংক্রমণের শৃঙ্খল ভাঙার কর্মসূচি’) মেয়াদ আরও বাড়ানো হল।