কলকাতা মেট্রো রুটের সম্প্রসারণ। এবার চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো
1/6পুজোর আগেই শহরবাসীর জন্য বড় চমক অপেক্ষা করে আছে। পুজোর আগেই চালু হতে পারে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা। শনিবার এব্যাপারে ইঙ্গিত দিয়েছেন মেট্রো রেল কর্তৃপক্ষ। আর জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা নিয়েও আশার কথা শুনিয়েছেন মেট্রো কর্তারা। ২০২৬ সালে জোকা থেকে ধর্মতলা পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হতে পারে বলে জানিয়েছেন তারা।
2/6মেট্রোরেল সূত্রে খবর, জোকা তারাতলা রুটে যাত্রী সংখ্যা সেভাবে হচ্ছে না। মেট্রো চালিয়ে লাভের লাভ কিছু হচ্ছে না। কিন্তু এই পরিষেবা যখন মাঝেরহাট পর্যন্ত বিস্তৃত হবে তখন ওই রুটে যাত্রীর সংখ্য়া অনেকটাই বাড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সেক্ষেত্রে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হওয়া এখন শুধুই সময়ের অপেক্ষা।
3/6মেট্রো রেল কর্তৃপক্ষ জানিয়েছে, আপানারা সকলেই দেখছেন আমরা চেষ্টা করে যাচ্ছি। আসন্ন দুর্গাপুজোর আগেই মাঝেরহাট পর্যন্ত পরিষেবা চালু হতে পারে। আমরা সবটাই অত্যন্ত আন্তরিকতার সঙ্গে চেষ্টা চালিয়ে যাচ্ছি। আর মাঝেরহাট ব্রিজ সংলগ্ন এলাকার সমস্যা প্রসঙ্গে তিনি জানিয়েছেন, আমরা সকলেই জানি সমস্যার বিষয়টি। আমাদের আশা আমরা একে একে সব সমস্যাই দূর করতে পারব। আমরা সমস্ত স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে কাজটা এগিয়ে নিয়ে যেতে চাই। সকলেই চেষ্টা চালাচ্ছেন।
4/6সব মিলিয়ে মাঝেরহাট পর্যন্ত মেট্রো পরিষেবা চালু করা নিয়ে এবার আশার কথা শোনালেন মেট্রো কর্তা। এদিন তাঁরা সামগ্রিক পরিস্থিতি খতিয়ে দেখেন।
5/6ওয়াকিবহাল মহলের মতে মাঝেরহাট ব্রিজের কাছে কিছু জটিলতার কারণে মেট্রো পরিষেবা চালুর ক্ষেত্রে কিছুটা দেরি হয়ে যাচ্ছিল। মূলত ২০১৮ সালে মাঝেরহাট ব্রিজ ভেঙে গিয়েছিল। এদিকে নতুন করে মাঝেরহাট ব্রিজ তৈরির সময় কাছেই পড়ে যায় মেট্রোর পিলার। কলকাতা মেট্রো। ফাইল ছবি
6/6এনিয়ে রেল ও রাজ্য়ের মধ্য়ে কিছুটা টানাপোড়েন লেগেই ছিল। এরপর ধীরে ধীরে আলোচনার মাধ্যমে সেই সমস্যা মেটানো হয়। এবার পরিষেবা চালু শুধু সময়ের অপেক্ষা। (ছবি সৌজন্যে এএনআই)