‘ফেলনা’,'গ্রামের রানি বীণাপণি'র স্লট ছিনিয়ে নিল ‘মন ফাগুন’, ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা'। কথায় বলে না 'কারও পৌষ মাস, কারও সর্বনাশ'!
1/7আগামী সপ্তাহ থেকে আপনার পছন্দের সিরিয়াল ‘ফেলনা’ কিংবা ‘গ্রামের রানি বীনাপাণি’ আর দেখতে পাবেন না রাত সাড়ে আটটা এবং ন-টার স্লটে। না, চিন্তার কোনও কারণ নেই। শেষ হচ্ছে না স্টার জলসার এই দুই ধারাবাহিক বরং পালটে যাচ্ছে সিরিয়ালের সময়।
2/7গত কয়েক মাস ধরেই স্টার জলসায় তিনটি ধারাবাহিকের প্রমো সম্প্রচারিত হচ্ছিল। তিনটি নতুন শো-কে জায়গা করে দিতে চলতি কোন ধারাবাহিক বন্ধ হবে সেই নিয়ে জল্পনার শেষ ছিল না। অবশেষে পরিষ্কার হল সেই চিত্রটা। আজ (১৯ জুলাই) থেকে রাত ৮-টার স্লটে শুরু হয়েছে ‘ধুলোকণা’র সম্প্রচার। তাই বরণ-এর সময় এগিয়ে এসেছে বিকাল সাড়ে পাঁচ-টায়।
3/7এদিন সামনে এল শন-সৃজলা জুটির ‘মন ফাগুন’-এর টেলিকাস্টের দিনক্ষণ। আগামী সপ্তাহ থেকে (২৬ জুলাই) রাত সাড়ে আট-টায় সম্প্রচারিত এই শো। অর্থাত্ ‘ফেলনা’ আর ওই সময় দেখা যাবে না।
4/7মাত্র সাড়ে চার মাসেই স্লট হারাল ফেলনা। টিআরপি-র লড়াইয়ে এঁটে উঠতে না পারায় মোহর-এর পর এবার দুপুরে স্লটে নামিয়ে দেওয়া হল ফেলনা-কে। আগামী সপ্তাহ থেকে দুপুর ২.৩০ মিনিটে দেথা যাবে এই ধারাবাহিক। (ছবি সৌজন্যে-ডিজনি প্লাস হটস্টার)
5/7জায়গা ধরে রাখতে পারল না ‘গ্রামের রানি বীণাপাণি’ও। রাত ৯টার স্লট দখল করে নিল দেবাদৃতা বসুর আসন্ন সিরিয়াল ‘শ্রীকৃষ্ণভক্ত মীরা’। ভাবছেন তাহলে এবার বীণাপাণি-র দর্শন কখন মিলবে?
6/7গ্রামের রানি বীণাপানি ঠেলে পিছিয়ে দেওয়া হয়েছে রাত ১০.৩০-টার স্লটে। হ্যাঁ, ২৬ জুলাই থেকে ‘তিতলি’র জায়গায় দখলে নিন এই সিরিয়াল।
7/7না, বন্ধ হচ্ছে না তিতলিও। দুপুর ১টায় এই সিরিয়ালের টাটকা এপিসোড সম্প্রচারিত হবে।