1/8জি বাংলায় সব কিছু ওলটপালট! ‘খেলনা বাড়ি’র আগমনে কপাল পুড়ল ‘পিলু’র। আগামী ১৬ মে থেকে জি বাংলার একগুচ্ছ সিরিয়ালের সম্প্রচারের সময় পালটে যাচ্ছে। চ্যানেলের একদম নতুন ধারাবাহিক ‘খেলনা বাড়ি’ জায়গা নিল ‘পিলু’র। এবার থেকে সন্ধ্যা ৬.৩০ টায় সম্প্রচারিত হবে ‘খেলনা বাড়ি’।
2/8পিলু ও আহিরের গল্প দেখতে সন্ধ্যা ৬টায় চোখ রাখতে হবে জি বাংলার পর্দায়। হ্য়াঁ এবার থেকে ‘উড়ন’ তুবড়ি'র স্লটে দেখা যাবে এই শো। তাহলে ‘উড়ন’ তুবড়ি' কখন দেখবেন?
3/8আগামী ১৬ই মে থেকে রাত ১০টায় অর্থাত্ ‘এই পথ যদি না শেষ হয়’-এর সময়ে দেখা যাবে উড়ন তুবড়ি। দু-মাস পূর্ণ করবার আগেই স্লট হারাল এই শো।
4/8ঊর্মি-সাত্যকির কাহিনি দেখতে প্রাইম টাইমে (রাত ৯টায়) জি বাংলার পর্দায় চোখ রাখতে হবে দর্শকদের। সর্বজয়া শেষ হওয়ায় এবার সহচরীকে টেক্কা দেবে ঊর্মি-সাত্যকিরা।
5/8সন্ধ্যা সাতটা থেকে রাত ন'টা-র স্লট, একদম অপরিবর্তিত থাকছে। সাতটায় সম্প্রচারিত হবে উমা, তারপর থাকছে ‘গৌরী এলো’।
7/8সদ্য শুরু হওয়া লালকুঠি থাকছে নির্ধারিত রাত ৯.৩০টার স্লটে।
8/8রাত সাড়ে দশটার স্লটে চলে যাওয়ায় টিআরপি কমেছে বিস্তর। আপতত ওই স্লটেই থাকছে যমুনা। তবে চলতি মাসেই শেষ হওয়ার কথা জি বাংলার একসময়ের হিট এই মেগা। (ছবি- জিফাইভ)