বাংলা নিউজ > ছবিঘর > হারিয়ে যাচ্ছে উপকূলীয় জলাভূমি, ২০০৬-০৭ সাল থেকে কমেছে অনেকটা: ISRO

হারিয়ে যাচ্ছে উপকূলীয় জলাভূমি, ২০০৬-০৭ সাল থেকে কমেছে অনেকটা: ISRO

বুধবার প্রকাশিত অ্যাটলাস অনুযায়ী, ভারতে মোট ২,৩১,১৯৫টি জলাভূমি রয়েছে।

1/5 লক্ষণীয় হারে কমছে উপকূলীয় জলাভূমি। 'ভারতীয় জলাভূমির মহাকাশ-ভিত্তিক পর্যবেক্ষণ' শীর্ষক একটি অ্যাটলাসে এমনটাই জানাল ইসরো(ISRO)। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস 
2/5 তাতে বলা হয়েছে, ২০১৭-১৮ সালে ০.০২৫ mha এলাকা জুড়ে ১,৩৪২টি জলাভূমি অদৃশ্য হয়ে গিয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস 
3/5 বুধবার প্রকাশিত অ্যাটলাস অনুযায়ী, ভারতে মোট ২,৩১,১৯৫টি জলাজমি রয়েছে। প্রতীকী ছবি : রয়টার্স 
4/5 গত এক দশকে ৭৩,৯৬১ হেক্টর প্রাকৃতিক উপকূলীয় জলাভূমি কমে গিয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা
5/5 কৃষিকাজের জন্য জলাভূমির রূপান্তর, জলাভূমিতে বন ধ্বংস, ম্যানগ্রোভের ক্ষতি, কৃত্রিম জলাধার, বাঁধের কারণে জল জমে যাওয়া, ভূগর্ভস্থ জল হ্রাস এবং জলের গুণমানের অবনতিকে জলাভূমি হ্রাসের কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে। প্রতীকী ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা

আরও ছবি