অর্জুনের জন্মদিন উপলক্ষে প্যারিসে গিয়েছেন তারকা জু... more
অর্জুনের জন্মদিন উপলক্ষে প্যারিসে গিয়েছেন তারকা জুটি। মালাইকার ক্যামেরায় ধরা পড়ল সেই বিশেষ দিন।
1/5প্যারিসে প্রেমিক অর্জুন কাপুরের জন্মদিন ধুমধাম করে পালন করছেন মালাইকা আরোরা। প্রেমের শহর থেকে দু'জনের লাভিডাবি ছবি ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। এই প্রথম কোনও ভ্যাকেশন থেকে এভাবে একসঙ্গে ক্যামেরায় ধরা দিলেন দুই তারকা। শুধু ঘোরার ছবিই শেয়ার করে নেননি, সঙ্গে ডায়েট ভুলে পেটপুজোর ছবিও দিয়েছেন।
2/5প্যারিস গিয়েছেন। তারওপরে জন্মদিন। সঙ্গে দিনটা রবিবার। এমন দিনে ডায়েট চুলোয় যাক! বরং বার্গার, ফ্রেঞ্চফ্রাইয়ের প্রেমে পড়েছেন অর্জুন-মালাইকা। প্যারিসের এক রেস্তোরাঁয় লাইভ মিউজিকের সঙ্গে এভাবেই চলছে খানাপিনা।
3/5খাবারের সঙ্গে সেলফি তুলতেও ভোলেননি। নিজের হাতে মালাইকাকে ফ্রেঞ্চফ্রাই খাইয়ে দিতেও দেখা গেল অর্জুনকে। আর সব ভুলে মালাইকা কীভাবে বার্গারে কামড় বসাল দেখুন!
4/5নিজের ইনস্টা স্টোরিতে প্যারিস ট্রাভেল ডায়েরির এই ছবিগুলি শেয়ার করে নিয়েছেন মালাইকা আরোরা।
5/5আরবাজ খানের সঙ্গে বিচ্ছেদের পর প্রেম। ২০১৯ সালে সামনে আনেন সম্পর্কের কথা অর্জুনের সঙ্গে। শোনা যাচ্ছে, খুব জলদি বিয়েও করবেন তাঁরা। দিনক্ষণ যদিও এখনও ঠিক হয়নি। তবে যে কোনও সময়েই আসতে পারে চমক।