করিশ্মার বাড়ির ডিনার পার্টি থেকে ভাইরাল অন্দরের একগুচ্ছ ছবি-
1/5করিনা কাপুর খান এবং তাঁর সেরা বন্ধুদের গ্রুপ করিশ্মা কাপুরের বাড়িতে বৃহস্পতিবার রাতে পার্টি করতে গিয়ে লেন্সবন্দি। পার্টিতে ছিলেন মালাইকা অরোরা, তাঁর বোন অমৃতা অরোরা, পরিচালক করণ জোহর এবং ফ্যাশন ডিজাইনার মনীশ মালহোত্রা। পার্টির অন্দরের বেশ কিছু ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেছেন মালাইকা। (বাম দিকর দুটি ছবি সৌজন্য়ে বরিন্দর চ্যাওলা, ডানদিকের ছবি, মালাইকার ইনস্টাগ্রাম স্টোরি)
2/5প্রিন্টেড রঙিন শর্ট কাফতান এবং হাই হিল পরে করিশ্মার বাড়িতে প্রবেশের মুখে পাপারাৎজির লেন্সবন্দি করিনা কাপুর খান। (ছবি বরিন্দর চ্যাওলা)
3/5সিলভার গ্রে রঙের পোশাক পরে মালাইকা, করণ জোহারের পরনে ট্রেন্ডি কালো এবং হলুদ রঙের ট্র্যাক স্যুট। মণীশকে খুব ক্যাজুয়াল পোশাকে দেখা মিলেছে এ দিন। (ছবি বরিন্দর চ্যাওলা)
4/5এ দিন করিশ্মাকে বাড়ির বাইরে দেখা যায়নি। তবে মালাইকা করিশ্মার সঙ্গে পায়ের জুতোর ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে লিখেছেন, ‘ফুটসি'। বাড়িতে আগত অতিথিদের জন্য হরেক খাবারের ব্যবস্থা করেছেন করিশ্মা। ডাইনিং টেবিলে সাজিয়ে রাখা খাবারের ছবি শেয়ার করে মালাইকা লিখেছেন, ‘উফ সুস্বাদু করিশ্মা'।
5/5পার্টিতে তাঁদের কাছের বান্ধবী নাতাশা পুনাওয়ালার দেখা মেলেনি। আপাতত মেট গালা নিয়ে ব্যস্ত সে। পার্টিতে মণীশ, মালাইকা, অমৃতা একসঙ্গে শেয়ার করেছেন ছবি।