Malavika Mohanan: মালায়লম ছবির জনপ্রিয় অভিনেত্রী মালবিকা মোহানানকে তাঁর অনুরাগীরা পছন্দ করেন দারুণ অভিনয়ের জন্য। কিন্তু পাশাপাশি সাহসী ছবি তোলার জন্য তিনি কম জনপ্রিয় নন। এ সবের প্রমাণ তাঁর ইনস্টাগ্রামের ফিড। তাঁর সাম্প্রতিক ফটোশ্যুট দেখে অনুরাগীরা একেবারে কাত হয়ে গিয়েছেন।
1/6এটা বলার অপেক্ষা রাখে না যে মালয়ালম অভিনেত্রী মালবিকা মোহনান একজন সাহসী অভিনেত্রী। তার প্রতিটি ইনস্টাগ্রাম পোস্ট তার প্রমাণ।
2/6পাশাপাশি ছবিতে তাঁর অভিনয়ও মুগ্ধ করেছে দর্শকদের। খুব সহজেই অভিনীত চরিত্রগুলিকে বাস্তবসম্মত করে তুলতে পারেন তিনি।
3/6তবে মালবিকার নতুন ছবি নিয়ে জল্পনা তুঙ্গে। এই ফটোশ্য়ুটে তাঁকে দেখা গিয়েছে রীতিমতো সাহসী পোশাকে।
4/6আর এই ছবিগুলি নিয়েই ব্যাপক উত্তেজনা সোশ্যাল মিডিয়ায়। অনুরাগীরা কমেন্টে ভরিয়ে দিয়েছেন ছবি।
5/6রূপোলি রঙের পোশাক পরে ফটোশ্যুটি করেছেন মালবিকা।
6/6খুবই দ্রুতই মুক্তি পাচ্ছে মালবিকার বেশ কিছু ছবি। ইতিমধ্যেই সারা দেশে তাঁকে নিয়ে জোরদার চর্চা শুরু হয়েছে।