কয়েকদিন আগেই রোড শো করে গিয়েছিলেন অমিত শাহ। মঙ্গলবার সেই বোলপুরেই চার কিলোমিটারের দীর্ঘ পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তাতে উপচে পড়ল মানুষের ভিড়। জনজোয়ারে ভেসে গেল মিছিল। দেখে নিন সেই মিছিলের ছবি -
1/10মঙ্গলবার বোলপুর লজ মোড় থেকে জামবুনি মোড় পর্যন্ত পদযাত্রা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চার কিলোমিটারের সেই মেগা শো'তে বীরভূমে রীতিমতো শক্তি আস্ফালন করল তৃণমূল কংগ্রেস। (ছবি সৌজন্য টুইটার @BanglarGorboMB)
2/10মমতার মেগা শো ঘিরে সকাল থেকেই বোলপুরে জমায়েত হতে শুরু করেন মানুষ। যাত্রাপথের পুরোটা তৃণমূলের পতাকা, পোস্টারে ছয়লাপ হয়ে যায়। (ছবি সৌজন্য টুইটার @BanglarGorboMB)
3/10বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল দাবি করেন, আড়াই মানুষ আসার কথা ছিল। কিন্তু শুধু বীরভূম থেকেই তিন লাখ মানুষ এসেছেন। (ছবি সৌজন্য টুইটার @BanglarGorboMB)
4/10মমতা আসতে ভিড় আরও উপচে পড়ে। রীতিমতো জনজোয়ারে ভাসতে থাকেন তিনি। রাস্তায় দু'ধারে দাঁড়িয়েছিলেন অসংখ্য মানুষ। মমতাকে একবার দেখতে চাইছিলেন তাঁরা। মমতাও তাঁদের উদ্দেশে হাত নাড়তে থাকেন। (ছবি সৌজন্য টুইটার @BanglarGorboMB)
6/10অমিত শাহের টেক্কা দেওয়ার সেই মিছিলে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রচুর পোস্টার, প্ল্যাকার্ড, ছবি দেখতে পাওয়া যায়। খোদ সাংসদ শতাব্দী রায়ও কিছুক্ষণ হাতে রবি ঠাকুরের ছবি নিয়ে মমতার সঙ্গে হাঁটেন। (ছবি সৌজন্য টুইটার @BanglarGorboMB)
7/10শুধু রাস্তা নয়, মিছিলের যাত্রাপথের আশপাশের বাড়িতে প্রচুর মানুষ ভিড় জমিয়েছিলেন। কেউ জানালা দিয়ে দেখছিলেন। কেউ ছাদে উঠেছিলেন। (ছবি সৌজন্য টুইটার @BanglarGorboMB)