বাংলা নিউজ >
ছবিঘর >
পশ্চিমবঙ্গের মাথায় আরও এক তাজ! জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগে দেশে দ্বিতীয় বাংলা, টুইট মমতার
পশ্চিমবঙ্গের মাথায় আরও এক তাজ! জন্মনিয়ন্ত্রণ ব্যবস্থা প্রয়োগে দেশে দ্বিতীয় বাংলা, টুইট মমতার
Updated: 28 Jul 2022, 04:01 PM IST
লেখক Sritama Mitra
সন্তান প্রসবের পর প্রসূতিদের জন্ম নিয়ন্ত্রণ অস্থায়...
more
সন্তান প্রসবের পর প্রসূতিদের জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী ও কার্যকর করার ব্যবস্থাপনাই হল পিপিআইইইউসিডি। আর সেই ব্যবস্থাপনায় বাংলা দেশের মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছে। মমতা তাঁর টুইটকে এই বিষয়ে সকলকে অভিনন্দনও জানান।
1/5ফের একবার গর্বের অধ্যায়ে বাংলা। কেন্দ্রীয় সরকার আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলনে নয়া সম্মান পেল পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গ এবার জন্ম নিয়ন্ত্রণ ব্যবস্থায় দ্বিতীয় স্থানে সারা দেশের মধ্যে। সেকথা খোদ জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজের টুইটে এই বার্তা দিয়েছেন।. (ANI Photo) (Shyamal Maitra)
2/5সন্তান প্রসবের পর প্রসূতিদের জন্ম নিয়ন্ত্রণ অস্থায়ী ও কার্যকর করার ব্যবস্থাপনাই হল পিপিআইইইউসিডি। আর সেই ব্যবস্থাপনায় বাংলা দেশের মধ্যে দ্বিতীয়স্থানে রয়েছে। মমতা তাঁর টুইটকে এই বিষয়ে সকলকে অভিনন্দনও জানান। টুইটারে তিনি লেখেন, ' ২০২২-এ ভারত সরকার আয়োজিত জাতীয় পরিবার পরিকল্পনা সম্মেলনে পশ্চিমবঙ্গ ভারতের সমস্ত রাজ্যের মধ্যে পিপিআইইউসিডি পরিষেবায় দ্বিতীয় স্থান অধিকার করেছে।'. (PTI Photo) (Shyamal Maitra)
3/5টুইটের শেষে তিনি লেখেন 'আমার আন্তরিক অভিনন্দন সকলকে।' উল্লেখ্য়, পিপিআইইউসিডি একটি বিশেষ উপায়। এই ব্যবস্থাপনার মধ্যে একাধিক ফ্যাক্টর থাকে। চিকিৎসকরা বলছেন, গ্রাম বা প্রান্তিক এলাকায় পুরুষরা কন্ডোমের ব্যবহার কম করেন বলে সেখানে মহিলাদের গর্ভবতী হওয়ার হার বেশি। যা মা ও শিশু উভয়ের ক্ষেত্রেই ক্ষতিকারক। (Photo by Samir Jana/Hindustan Times) (Shyamal Maitra)
4/5এছাড়াও দেখা যায়, অবাঞ্ছিত গর্ভাবস্থাকে এড়িয়ে যেতে অনেকেই কঠোর পদক্ষেপ করেন। যা মহিলাদের মৃত্যও ডেকে আনে। এক্ষেত্রে পিপিআইইউসিডি প্রসূতিদের সন্তান প্রসবের পরানো খুবই কার্যকরি দিক। সেই দিক থেকে এই গোটা ব্যবস্থাপনার ভারতে আজ দ্বিতীয় বাংলা। (Photo by Prakash SINGH / AFP) (Shyamal Maitra)
5/5উল্লেখ্য, বিশ্বের বহু দেশে এই পিপিআইইউসিডি পদ্ধতি দেখা যায়। চিন, মেক্সিকো, মিশরে জন্মহার নিয়ন্ত্রণের ক্ষেত্রে এই পদ্ধতির আশ্রয় নেওয়া হয়। আর সেদিক থেকে দেখলে বাংলা এই নয়া উদ্যোগে বড়সড় সাফল্যের রাস্তায় হেঁটেছে। (Shyamal Maitra)