ডিজিপি ও মুখ্যসচিব তাঁর প্রশ্নের উত্তর না দেওয়ায় ম... more
ডিজিপি ও মুখ্যসচিব তাঁর প্রশ্নের উত্তর না দেওয়ায় মুখ্যমন্ত্রীকে তলব ধনখড়ের। অন্যদিকে রাজ্যপালকে এদিন চিঠি লিখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় পাশে থাকার আহ্বান করে।
1/4রাজ্যের অশান্ত অবস্থায় পাশে থাকুন, রাজ্যপালকে এই আহ্বান মুখ্যমন্ত্রীর।মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডাকলেন ধনখড়, রাজ্যপালকে 'পাশে থাকার' আহ্বান মমতার । ধনখড় যেভাবে রাজ্যসরকার ও মন্ত্রীদের সমালোচনা করছেন, সেটা তাঁর খারাপ লেগেছে বলে রাজ্যপালকে চিঠিতে জানিয়েছেন মমতা। মমতা বলেন যে প্ররোচনা নয়, ধনখড়ের উচিত রাজ্যের পাশে থাকা এই পরিস্থিতিতে। রাজ্যপাল অন্যদিকে জানিয়েছেন যে তিনি এখনও সরকারিভাবে চিঠি পাননি। পেলেই উত্তর দেবেন। (PTI)
2/4অন্যদিকে টুইটারে জগদীপ ধনখড় জানিয়েছেন যে আগামীকাল তিনি মমতাকে রাজভবনে আসতে বলেছিলেন। ধনখড়ের দাবি যে রাজ্যের পরিস্থিতি সম্বন্ধে জানার জন্য তিনি মুখ্যসচিব ও ডিজিপিকে ডেকে পাঠিয়েছিলেন। কিন্তু তারা কেউই আসেননি। সেই পরিস্থতিতে তিনি মুখ্যমন্ত্রীকে ডাকছেন বলে জানিয়েছেন রাজ্যপাল। (PTI)
3/4এদিন নাগরিকত্ব বিলের প্রতিবাদে মিছিল করেন মমতা। এরও কড়া প্রতিবাদ করেছেন রাজ্যপাল। কীভাবে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে পাশ হওয়া আইন মানবেন না বলতে পারেন, সেই প্রশ্ন তুলেছেন ধনখড়। (PTI)
4/4এদিনও রাজ্যের বিভিন্ন অঞ্চলে চলেছে হিংসাত্মক প্রতিবাদ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এদিন রাজ্য সরকারের কাছে জানতে চেয়েছে কী কী পদক্ষেপ নেওয়া হয়েছে অশান্তি রোধ করার জন্য। (PTI)