বাংলা নিউজ > ছবিঘর > Man chops woman's body: শ্রদ্ধাকাণ্ডের ছায়া কাশ্মীরে! মহিলাকে খুন করে টুকরো খণ্ড ছড়ানো হল, পাকড়াও ১

Man chops woman's body: শ্রদ্ধাকাণ্ডের ছায়া কাশ্মীরে! মহিলাকে খুন করে টুকরো খণ্ড ছড়ানো হল, পাকড়াও ১

কাশ্মীরের বুদগামে ভয়াবহ হত্যাকাণ্ডের ঘটনা। (প্রতীকী ছবি)

প্রসঙ্গত, কয়েক মাস আগেই দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথমে 'নিখোঁজ' শ্রদ্ধার খোঁজে তদন্তে নামে পুলিশ। সন্দেহ হয় লিভ ইন পার্টনার আফতাব এই কাণ্ডে জড়িত।

ফের শ্রদ্ধাকাণ্ডের ছায়া আরও এক অপরাধের ঘটনায়। জম্মু ও কাশ্মীরে বুদগামে এক মহিলাকে খুন করে তাঁর দেহ টুকরো করে কেটে ফেলার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পেশায় অভিযুক্ত ব্যক্তি কাঠমিস্ত্রি। অভিযোগ , খুনের পর মর্মান্তিক কাণ্ডে সে মহিলার দেহকে টুকরো করে বুদগামের বিভিন্ন জায়গায় ফেলে দিয়েছে।

প্রসঙ্গত, কয়েক মাস আগেই দিল্লিতে শ্রদ্ধা ওয়াকার হত্যাকাণ্ডে দেশ জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে প্রথমে 'নিখোঁজ' শ্রদ্ধার খোঁজে তদন্তে নামে পুলিশ। সন্দেহ হয় লিভ ইন পার্টনার আফতাব এই কাণ্ডে জড়িত। এরপরই জেরা শুরু হলে পুলিশ জানতে পারে আফতাব শ্রদ্ধাকে খুন করে ৩৫ টুকরো করে তা দিল্লির আশপাশের বিভিন্ন জঙ্গলে ছড়িয়ে দিয়েছে। এরপরই তোলপাড় শুরু হয়। এদিকে, দেখা যাচ্ছে, বদগামের ঘটনাতেও একই ধরনের প্রবণতা রয়েছে। মহিলাকে খুন করে ওই অভিযুক্ত কাঠমিস্ত্রি দেহখণ্ড বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছে বলে অভিযোগ।

এদিকে কাশ্মীরের ঘটনাতেও চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জানা গিয়েছে, ৩০ বছর বয়সী ওই মহিলা, স্নাতকস্তরের পরীক্ষা দিচ্ছিলেন। তাঁকে গত ৭ মার্চ থেকে খুঁজে পাওয়া যাচ্ছিলনা। কাশ্মীরের বুদগামের এই খুনের ঘটনায় শবির আহমেদকে হেফাজতে নিয়েছে পুলিশ। তাঁকে মহিলার কল লগ-এর বিস্তারিত তথ্যের ওপর নির্ভর করে হেফাজতে নিয়েছে পুলিশ। তবে শনিবার ওই ব্যক্তি ধরা পড়ার পর নিজের বিরুদ্ধে থাকা অভিযোগ কার্যত মেনে নিয়েছেন । উল্লেখ্য, ৪৫ বছর বয়সী শবির আহমেদকে পুলিশ নিজের হেফাজতে নেওয়া হয়েছে, মহিলার নিখোঁজ থাকার ঘটনার প্রেক্ষিতে। জানা গিয়েছে, অভিযুক্ত আহমেদ বুদগামের ওমপোরা এলাকার বাসিন্দা। তিনি বিবাহিত বলে জানা গিয়েছে। তবে কেন এই মহিলাকে ওই কাঠমিস্ত্রি হত্যা করেছে, তার উদ্দেশ্য খুঁজে পাননি কেউ। তবে জানা গিয়েছে, খুন হওয়া মহিলার পরিবারের কাছে মহিলাকে বিয়ে করতে চেয়ে আর্জি জানিয়েছিল অভিযুক্ত শবির আহমেদ। এই হত্যাকাণ্ড প্রেমঘটিত কাণ্ড কি না, তা নিয়ে রয়েছে জল্পনা। তদন্তে নেমেছে পুলিশ।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

 

 

 

 

 

 

 

 

 

বন্ধ করুন