মৃত পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব। বিকেলে স্টেশন দিয়... more
মৃত পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব। বিকেলে স্টেশন দিয়ে যাওয়ার সময়ে এক ছিনতাইকারীর গুলিতে বিদ্ধ হন তিনি।
1/5বৃহস্পতিবার কানাডার টরন্টোতে গুলিতে খুন এক ভারতীয় পড়ুয়া। উত্তরপ্রদেশের গাজিয়াবাদ থেকে ম্যানেজমেন্ট পড়তে গিয়েছিলেন তিনি। ফাইল ছবি: ফেসবুক (Facebook)
2/5মৃত পড়ুয়ার নাম কার্তিক বাসুদেব। বিকেলে স্টেশন দিয়ে যাওয়ার সময়ে এক ছিনতাইকারীর গুলিতে বিদ্ধ হন তিনি। ফাইল ছবি: গেটি ইমেজেস (Facebook)
3/5গাজিয়াবাদের সাহিবাদ এলাকায় বাড়ি কার্তিক বাসুদেবের। প্রতীকী ছবি: টুইটার (Facebook)
4/5কার্তিকের পরিবার জানিয়েছে, চলতি বছর জানুয়ারিতে কানাডা গিয়েছিলেন ওই পড়ুয়া। পড়াশোনার পাশাপাশি খরচ চালাতে একটি রেস্তোরাঁয় কাজ করতেন তিনি। প্রতীকী ছবি: গেটি ইমেজেস (Facebook)
5/5কার্তিকের বাবা জানান, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে সাবওয়ে স্টেশন থেকে বের হচ্ছিলেন কার্তিক। সেই সময় কয়েকজন আততায়ী তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সেই সময়ে কাজে যাচ্ছিলেন কার্তিক। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস) (Facebook)