বাংলা নিউজ > ছবিঘর > Pen-Down in demand of DA Arrear: বামেদের দুষে ডিএ নিয়ে সুর নরম রাজ্যের মন্ত্রীর, হকের দাবি মেটানোর আশ্বাস

Pen-Down in demand of DA Arrear: বামেদের দুষে ডিএ নিয়ে সুর নরম রাজ্যের মন্ত্রীর, হকের দাবি মেটানোর আশ্বাস

আজ থেকে দুই দিনের কর্মবিরতিতে যাচ্ছেন ডিএ আন্দোলনকারী সরকারি কর্মচারীরা। এরই মাঝে এবার সুর নরম করলেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূলের কর্মচারী সংগঠনের চেয়ারম‌্যান মানস ভুঁইয়া। একদিকে সরকারি কর্মীদের একাংশের কর্মবিরতির কর্মসূচির বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে সরকার। অপরদিকে দল হিসেবে তৃণমূল কংগ্রেস এই আন্দোলনের বিরুদ্ধে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে।