বাংলা নিউজ >
ছবিঘর >
Rahu Mangal Yuti 2022 Astrology: শুরু হচ্ছে রাহু মঙ্গল যুতি! বিশেষ ৪ রাশিতে বড় প্রভাব, বলছে জ্যোতিষশাস্ত্র
Rahu Mangal Yuti 2022 Astrology: শুরু হচ্ছে রাহু মঙ্গল যুতি! বিশেষ ৪ রাশিতে বড় প্রভাব, বলছে জ্যোতিষশাস্ত্র
Updated: 25 Jul 2022, 03:32 PM IST
লেখক Sritama Mitra
মঙ্গল ও রাহু মিলিয়ে মেষ রাশিতে বিশেষ যুতি তৈরি করত...
more
মঙ্গল ও রাহু মিলিয়ে মেষ রাশিতে বিশেষ যুতি তৈরি করতে চলেছে। যার প্রভাব ৪ রাশিকে ভোগান্তির সামনে দাঁড় করাবে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে এই ৪ রাশিকে আগামী কিছু দিন খুবই সতর্ক হয়ে থাকতে হবে। এই সময়কাল খুবই অশুভ বলে মনে করা হয়।
1/6২০২২ সালের ২৭ জুন মঙ্গল প্রবেশ করেছে মেষ রাশিতে। ১০ অগাস্ট পর্যন্ত মেষেই থাকবে মঙ্গল। জ্যোতিষশাস্ত্র মতে এর প্রভাব সমস্ত রাশিতে পড়তে চলেছে। তবে আগামী ১৯ দিন বিশেষ ৪ রাশিতে এর প্রভাব পড়তে চলেছে। জ্যোতিষমতে বলা হচ্ছে, এর প্রভাব বিশেষ ৪ রাশিতে পড়বে যা খুব একটা শুভ নয়।
2/6মঙ্গল ও রাহু মিলিয়ে মেষ রাশিতে বিশেষ যুতি তৈরি করতে চলেছে। যার প্রভাব ৪ রাশিকে ভোগান্তির সামনে দাঁড় করাবে বলে মনে করা হচ্ছে। জ্যোতিষশাস্ত্র মতে এই ৪ রাশিকে আগামী ১৯ দিন খুবই সতর্ক হয়ে থাকতে হবে। এই সময়কাল খুবই অশুভ বলে মনে করা হয়।(ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay)
3/6যে ৪ টি রাশির জাতক জাতিকাদের এই সময়কালে সাবধানে চলাফেরা করতে হবে দেখে নেওয়া যাক তাঁদের নিয়ে জ্যোতিষবিদরা কী বলছেন। কোন কোন রাশিকে ১০ অগাস্ট পর্যন্ত সাবধানে চলাফেরা করতে হবে দেখে নেওয়া যাক।
4/6বৃষ-বৃষ রাশিতে দ্বাদশভাবে রয়েছে মঙ্গলের প্রবেশ। যার ফলে আপনার স্বাস্থ্যে প্রভাব পড়তে চলেছে। চাকরি যাঁরা করছেন তাঁরা সতর্ক থাকুন। ব্যবসায় সমঝে বুঝে নিন পদক্ষেপ। শত্রু আপনার ওপর ভারী পড়তে পারে।
5/6কন্যা-মঙ্গলের গোচর এই রাশির অষ্টমভাবে রয়েছে। যার প্রভাব আপনার স্বাস্থ্যে পড়তে পারে। এর ফলে খরচায় বৃদ্ধি হতে পারে। বিভিন্ন দ্বন্দ্ব বিবাদে ভরে থাকবেন। কথায় লাগাম টানুন।
6/6তুলা- মঙ্গলের গোচর আপনার রাশিতে সপ্তমভাবে হবে। যার ফলে ভালমন্দ মিলিয়ে মিশিয়ে পাবেন ফলাফল। পার্টনারশিপের কাজে চড়াই উতরাই দেখা যাবে। কাজের বোঝা বাড়তে পারে। মন উদাস হয়ে যেতে পারে।