মঙ্গলবার অশ্বত্থ গাছকে পুজো করারও পরামর্শ রয়েছে। এতে বাধা বিঘ্ন সহজেই কেটে যায়। এমনকি মঙ্গলবার শ্রীরামচন্দ্রের পুজো করার পরামর্শও দিচ্ছেন জ্যোতিষবিদরা।
1/6মঙ্গলবার নিষ্ঠা ভরে বজরংবলীর পুজোয় বিশ্বাস করেন অনেকেই। আর কথায় বলে ভক্তের ভগবান স্বয়ং বজরংবলী। সংকটমোচন অবতারে হনুমানজি বিভিন্ন বিপদ আপদ খেকে রক্ষা করে থাকেন তাঁর ভক্তদের। তবে ভক্তরা ছাড়াও বিশেষ কয়েকটি রাশিকে তিনি বাধা থেকে রক্ষা করেন চিরকালই। বলছে জ্যোতিষ শাস্ত্র। যে সমস্ত রাশি বজরংবলীর বিশেষ কৃপা পায়না তাদের জন্যও রয়েছে মঙ্গলবারের বিশেষ জ্যোতিষ টিপস। (PTI)
2/6মেষ- মেষ রাশির জাতক জাতিকাদের উপর হনুমানজির বিশেষ কৃপা থাকে। এই রাশি কৃপাধন্। হওয়ায় এঁদের মধ্যে বিশেষ ইচ্ছাশক্তি থাকে। এঁদের জন্মগতভাবেই আর্থিক দিক থেকে কোনও বিপদ থাকে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Pixabay) (PTI)
3/6কুম্ভ- কুম্ভ রাশির উপরও থাকে স্বয়ং হনুমানজির আশীর্বাদ। ফলে এই রাশির জাতক জাতিকারা সহজেই সাফল্য পেয়ে যান। দূর হয় বাধা বিঘ্ন। কোনও ধন সম্পত্তির সমস্যা হয় না। কোনও বিপত্তি এলেও বজরংবলি তা নিমেষে দূর করে দেন। (PTI Photo) (PTI05_03_2022_000043B) (PTI)
4/6সিংহ-আর্থিক দিক থেকে এঁরা স্বয়ং বজরংবলির আশীর্বাদ পান। ফলে এই রাশির জাতক জাতিকারা সংকট থেকে সহজে মুক্তিও পেয়ে যান। উত্তোরোত্তর উন্নতি পান এঁরা জীবনে।(ANI Photo) (PTI)
5/6বৃশ্চিক- বজরংবলীর কৃপাধন্য হন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। স্বয়ং দেবতা বজরংবলী এঁদের কর্মের বাধা রোধ করে দেন। চাকরিতে হয় উন্নতি। বিভিন্ন কাজে এঁরা সৌভাগ্যের শিখরে থাকেন।PTI Photo) (PTI04_05_2022_000017A) (PTI)
6/6বজরংবলী আরাধনায় মঙ্গলবারের টোটকা :- যে সমস্ত রাশির জাতক জাতিকারা বজরংবলীর কৃপাধন্য নন, তাঁরা মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করতে পারেন। এই পরামর্শ জ্যোতিষবিদদের। এছাড়াও মঙ্গলবার অশ্বত্থ গাছকে পুজো করারও পরামর্শ রয়েছে। এতে বাধা বিঘ্ন সহজেই কেটে যায়। এমনকি মঙ্গলবার শ্রীরামচন্দ্রের পুজো করার পরামর্শও দিচ্ছেন জ্যোতিষবিদরা।(Photo by Bachchan Kumar/ HT PHOTO) (PTI)