বাংলা নিউজ > ছবিঘর > Manipur Violence: সত্যসন্ধানী রিপোর্টের জেরে ফৌজদারি মামলা করা যায়? সুপ্রিম প্রশ্নের মুখে মণিপুর সরকার

Manipur Violence: সত্যসন্ধানী রিপোর্টের জেরে ফৌজদারি মামলা করা যায়? সুপ্রিম প্রশ্নের মুখে মণিপুর সরকার

গত মে মাস থেকে জাতিগত হিংসা হচ্ছে মণিপুরে। এই আবহে কয়েক মাস আগে মণিপুর গিয়েছিল ৩ সদস্যের এক সত্যসন্ধানী দল। সেই দলের তৈরি রিপোর্ট প্রকাশ করেছিল এডিটরল গিল্ড। এরপর দলের ৩ মহিলা সদস্যের বিরুদ্ধে ফৌজদারি মামলা করেছিল মণিপুর সরকার। আর সেই ঘটনায় এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে বীরেন সিংয়ের সরকার।