Manipur Latest Violence: নতুন করে হিংসা মণিপুরে, মৃত ৬, রাজ্যপাল-বিধায়কদের সঙ্গে বৈঠকে বীরেন
Updated: 08 Sep 2024, 11:10 AM ISTনতুন করে হিংসার আগুন ছড়িয়ে পড়েছে মণিপুরে। ৬ জনের মৃত্যু হয়েছে। রকেট হামলা চলছে। এই আবহে বিধায়কদের সঙ্গে বিশেষ বৈঠকে বসলেন মুখ্যমন্ত্রী এন বীন সিং। এদিকে রাজ্যপালের সঙ্গেও দেখা করেন মুখ্যমন্ত্রী। জানা গিয়েছে, ইম্ফলের ওপরে হামলা চলছে ড্রোন দিয়ে। অ্যান্টি-ড্রোন ব্যবস্থা মোতায়েন করা হয়েছে এই জন্যে।
পরবর্তী ফটো গ্যালারি