Actors From Farmers Family: উত্তরাধিকারসূত্রে নয় বরং মেধা এবং কঠোর পরিশ্রম দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। যাঁরা মুম্বই থেকে দূরে ছোট গ্রাম থেকে উঠে এসেছেন। পরিবার মাঠে কাজ করতেন। কিন্তু প্রতিভার জোরেই ইন্ডাস্ট্রিতে টিকে রয়েছেন পঙ্কজ ত্রিপাঠি থেকে সঞ্জয় মিশ্ররা-
1/6বলিউডে এমন অনেক অভিনেতা রয়েছে যাঁরা উত্তরাধিকারসূত্রে নয় বরং মেধা এবং কঠোর পরিশ্রম দিয়ে ইন্ডাস্ট্রিতে নিজেদের প্রতিষ্ঠা করেছেন। এর মধ্যে বেশ কিছু অভিনেতা রয়েছেন যাঁরা মুম্বই থেকে দূরে ছোট গ্রাম থেকে উঠে এসেছেন। এরপর বলিউডে নিজেদের পায়ের তলার মাটি শক্ত করেছেন। কারা কারা. দেখুন-
2/6নওয়াজউদ্দিন সিদ্দিকি উত্তরপ্রদেশের ছোট শহর বুধনা থেকে উঠে এসেছে মায়ানগরীতে। এরপর দীর্ঘ বলিউড সফর। বলিউডের অন্যতম প্রতিষ্ঠিত অভিনেতা তিনি।
3/6বিহারের গোপালগঞ্জের ছোট্ট গ্রাম বেলসান্দের বাসিন্দা পঙ্কজ ত্রিপাঠি। তাঁর পরিবারের লোকজন কৃষিকাজ করতেন। গ্যাংস অফ ওয়াসিপুর, ফুক্রে রিটার্নস-সহ একাধিক দুর্দান্ত ছবি দর্শকদের উপহার দিয়েছেন তিনি।
4/6জাতীয় পুরস্কার জয়ী অভিনেতা মনোজ বাজপেয়ী। আজ তিনি যেখানে আছেন সেখানে পৌঁছানোর জন্য অনেক পরিশ্রম করেছেন। মনোজ বাজপেয়ীর জন্ম বিহারের বেলওয়া গ্রামে এক কৃষক পরিবারে। মনোজ এখনও তাঁর গ্রাম এবং সমাজের সঙ্গে সংযোগ রেখেছেন।
5/6বলিউডের পোড় খাওয়া অভিনেতা সঞ্জয় মিশ্র। বলিউডের সেরা অভিনেতাদের একজন। বিহারের দারভাঙ্গার একটি ছোট গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সঞ্জয় অনেক সংগ্রাম করে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন।
6/6কৃষক পরিবারের সন্তান অভিনেতা জয়দীপ আহলাওয়াত। তাঁর পরিবার হরিয়ানার রোহতক জেলার একটি ছোট গ্রাম মেহামে থাকে। রকস্টার, গ্যাং অফ ওয়াসিপুর এর মতো ছবিতে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি।