বাংলা নিউজ >
ছবিঘর >
Monkey Pox in India: 'ভারতে মাঙ্কিপক্স নতুন নয়', মনসুখ মাণ্ডব্য জানালেন প্রাদুর্ভাব রুখতে কীভাবে চলছে প্রস্তুতি
Monkey Pox in India: 'ভারতে মাঙ্কিপক্স নতুন নয়', মনসুখ মাণ্ডব্য জানালেন প্রাদুর্ভাব রুখতে কীভাবে চলছে প্রস্তুতি
Updated: 02 Aug 2022, 02:59 PM IST
লেখক Sritama Mitra
বিশ্বে এই মুহূর্তে মাঙ্কিপক্সের ২২ হাজার কেস রেজিস্টার হয়েছে। এর আগে, আফ্রিকা থেকে এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে খবর। জানা যাচ্ছে বিশ্বের ৭৫ টি দেশে এই রোগ এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যখন বিশ্বে কেস বাড়তে শুরু করে, তততক্ষণে ভারত পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে দিয়েছে।
1/5ভারতে মাঙ্কিপক্সের ৭ টি কেস ইতিমধ্যেই রেজিস্টার করা হয়েছে। নতুন করে কেরলে একটি মাঙ্কিপক্সের কেস রেজিস্টার হয়েছে। আর সেই প্রেক্ষাপটে কার্যত দেশ জুড়ে ত্রাসের সঞ্চার করেছে মাঙ্কিপক্স। এই পরিস্থিতিতে দেশের স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য মুখ খলেন সংসদে। (ANI Photo) (Amit Sharma )
2/5সংসদে মাঙ্কিপক্স নিয়ে বক্তব্য রাখার সময় মনসুখ মাণ্ডব্য বলেন, মাঙ্কিপক্স ‘নতুন নয়’। সাফ কথায় তিনি বলেন, ‘মাঙ্কিপক্স ভারতে বা বিশ্বে নতুন রোগ নয়। এর আগে ১৯৭০ সালে এমন ঘটনা আফ্রিকা থেকে ছড়িয়ে পড়েছিল। হু এই নিয়ে বিশেষ নজর রাখছে। ভারতে শুরু হয়েছে মনিটরিং। ’ (Amit Sharma )
3/5বিশ্বে এই মুহূর্তে মাঙ্কিপক্সের ২২ হাজার কেস রেজিস্টার হয়েছে। এর আগে, আফ্রিকা থেকে এই রোগ বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে বলে খবর। জানা যাচ্ছে বিশ্বের ৭৫ টি দেশে এই রোগ এই মুহূর্তে ছড়িয়ে পড়েছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী বলছেন, যখন বিশ্বে কেস বাড়তে শুরু করে, তততক্ষণে ভারত পদক্ষেপ গ্রহণ করতে শুরু করে দিয়েছে। (Amit Sharma )
4/5এদিকে, চিকিৎসকদের মতে, সংক্রমিত প্রাণী থেকে মানুষের মধ্যে এটি ছড়াতে পারে। সংক্রমিত প্রাণীর ক্ষত, কামড় থেকে মানুষ আক্রান্ত হতে পারে এতে। শুধু ইতিমধ্যেই ভারতের বিভিন্ন বন্দর ও বিমানবন্দরে মাঙ্কিপক্স নিয়ে আলাদা করে নজরদারি চলছে আন্তর্জাতিক যাত্রীদের ক্ষেত্রে। (Amit Sharma )
5/5মাঙ্কিপক্স সম্পর্কে মনসুখ মাণ্ডব্য বলেন, ‘ কেরলে প্রথম কেস রেজিস্টার হওয়ার আগেই এই মাঙ্কিপক্স নিয়ে ভারত সরকার গাইডলাইন প্রকাশ করে। আমরা আন্তর্জাতিক স্তরে সরকারগুলিতে জানিয়েছে সমস্ত স্ক্রিনিং রিপোর্ট যাতে আমাদের কাছে পাঠানো হয়।’ (Amit Sharma )