অক্টোবরে World Cup এড়িয়ে যেতে পারেন মনু, কেন? কারণ সামনে আনলেন কোচ
Updated: 13 Aug 2024, 05:17 PM IST২২ বছর বয়সী তারকা শুটার মনু ভাকের প্যারিসে ভারতের হয়ে অলিম্পিক্সে ইতিহাস রচনা করেছিলেন। কারণ তিনি মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তল এবং ১০ মিটার এয়ার পিস্তল মিক্সড টিম ইভেন্টে ব্রোঞ্জ জিতেছিলেন। মিক্সড ইভেন্টে সরবজোৎ সিং-এর সঙ্গে জুটি বেঁধেছিলেন মনু।
পরবর্তী ফটো গ্যালারি