কয়েক সপ্তাহ পরেই রাজ্যে বর্ষা প্রবেশ করবে। তারইমধ্যে আপাতত রাজ্যের বিভিন্ন প্রান্তে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হচ্ছে। তার জেরে তাপমাত্রা কিছুটা কম আছে। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মে'র শেষপর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে। কোন কোন জেলায় বৃষ্টি হবে এবং ঝড় উঠবে, তা দেখে নিন -
1/6আলিপুর আবহাওয়া দফতর: আজ দক্ষিণবঙ্গের সব জেলার (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) কয়েকটি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাত হবে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে হাওয়া বইবে। ওই জেলাগুলিতে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। (ছবি সৌজন্যে এএফপি)
3/6আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি কম। আর সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি। যা স্বাভাবিকের থেকে চার ডিগ্রি কম। শেষ ২৪ ঘণ্টায় ৬.৮ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী ২৪ ঘণ্টায় কলকাতার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩৫ ডিগ্রি এবং ২৩ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে। আংশিক মেঘলা থাকবে আকাশ। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। (ছবি সৌজন্যে এএফপি)
4/6হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আজ উত্তরবঙ্গের সব জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর ও মালদা) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। হলুদ সতর্কতা জারি করা হয়েছে। (ছবি সৌজন্যে এএফপি)
5/6আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, রাজ্যে বর্ষা প্রবেশের আগে পর্যন্ত কয়েকদিন ছাড়াই বজ্রবিদ্যুৎ-বৃষ্টি হতে পারে। বর্ষা সাধারণত জুনের দ্বিতীয় সপ্তাহের মাঝামাঝি পশ্চিমবঙ্গে প্রবেশ করে। তবে এবার কবে বঙ্গে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করবে, তা নিয়ে নির্দিষ্ট কোনও তারিখ জানানো হয়নি। (ছবি সৌজন্যে এএফপি)
6/6আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা জানিয়েছেন, আপাতত দু'দিন উত্তরবঙ্গের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। রবিবার দার্জদিলিং এবং কালিম্পঙে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের বাকি ছ'টি জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)