বাংলা নিউজ > ছবিঘর > MAR vs ESP FIFA World Cup 2022: স্পেনে জন্মানো হাকিমির গোলেই বিশ্বকাপে লজ্জার নজির 'লা রোখার', ইতিহাস মরক্কোর

MAR vs ESP FIFA World Cup 2022: স্পেনে জন্মানো হাকিমির গোলেই বিশ্বকাপে লজ্জার নজির 'লা রোখার', ইতিহাস মরক্কোর

স্পেনে জন্মেছিলেন। সেই আচরাফ হাকিমির পেনাল্টিতেই ফুটবল বিশ্বকাপ থেকে ছিটকে গেল স্পেন। মঙ্গলবার ‘রাউন্ড অফ ১৬’-এ নির্ধারিত সময় স্পেন এবং মরক্কোর খেলার ফল গোলশূন্য ছিল। অতিরিক্ত সময়ও কোনও গোল হয়নি। পেনাল্টি শ্যুট-আউটে একটি গোলও করতে পারেনি স্পেন। মরক্কোর চতুর্থ শটে পানেকা কিক মেরে মরক্কোকে বিশ্বকাপের কোয়ার্টার তোলেন।

অন্য গ্যালারিগুলি