শিবরাজ সিং চৌহান বলেন, 'রাজ্যে জমি, বিদ্যুৎ বা জলের কোনও অভাব নেই। শিল্পের জন্য আমাদের পর্যাপ্ত জমি রয়েছে। আপনারা চাইলে ম্যাপে কোনও স্থান চিহ্নিত করতে পারেন। ২৪ ঘণ্টার মধ্যেই জমি বরাদ্দ করব আমরা।'
1/5ম্যাপে মার্ক করুন। ২৪ ঘণ্টার মধ্যে জমি বরাদ্দ হয়ে যাবে। এমনই দাবি করলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। বুধবার ইন্দোরে ২ দিনব্যাপী গ্লোবাল ইনভেস্টরস সামিটের উদ্বোধনে এসে এমনই ঘোষণা করলেন তিনি। ফাইল ছবি: এএনআই (Sanjeev Gupta)
2/5সপ্তমবারের 'ইনভেস্ট মধ্যপ্রদেশ'-এ বিনিয়োগের সুযোগ তুলে ধরতে ভারত ও বিদেশের সম্ভাব্য বিনিয়োগকারীদের একত্রিত করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। ফাইল ছবি: এএনআই (Sanjeev Gupta)
3/5বুধবার মধ্যপ্রদেশে বিনিয়োগ টানার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। এরপর তিনি বলেন, 'ভারতের সার্বিক উন্নয়নে মধ্যপ্রদেশের অবদান গুরুত্বপূর্ণ। ফাইল ছবি: পিটিআই (Sanjeev Gupta)
4/5শিবরাজ সিং চৌহান বলেন, 'রাজ্যে জমি, বিদ্যুৎ বা জলের কোনও অভাব নেই। শিল্পের জন্য আমাদের পর্যাপ্ত জমি রয়েছে। আপনারা চাইলে ম্যাপে কোনও স্থান চিহ্নিত করতে পারেন। ২৪ ঘণ্টার মধ্যেই জমি বরাদ্দ করব আমরা।' ফাইল ছবি: এএনআই (Sanjeev Gupta)
5/5মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, 'মধ্যপ্রদেশ একটি শান্তিপূর্ণ জায়গা। আমরা যখন সরকার গঠন করেছিলাম, তখনই ঠিক করে দিয়েছিলাম যে, এখানে হয় ডাকাতরা থাকবে, নয় তো শিবরাজ সিং থাকবেন। সরকার গঠনের পর মাত্র এক বছরেই ডাকাতদের নির্মূল করা হয়েছিল।' তিনি দাবি করেন, চম্বলের উপত্যকায় সন্ত্রাসের যুগ শেষ হয়ে গিয়েছে। ফাইল ছবি: এএনআই (Sanjeev Gupta)