1/8২০১৯ সালের ১৯ শে জুন সুদূর তুরস্কের বোদরুমে ডেস্টিনেশন ওয়েডিং সারেন নুসরত জাহান ও নিখিল জৈন। অথচ বছর ২০২১ শুরুর আগেই আচমকাই ছন্দপতন রূপকথার প্রেমকাহিনিতে। নিখিল-নুসরতের দাম্পত্য সম্পর্কের চিড় এখন টলিগঞ্জের ওপেন সিক্রেট। সঙ্গে যশ দাশগুপ্তর সঙ্গে নুসরতের ঘনিষ্ঠতাও কারুর নজর এড়াচ্ছে না।
2/8গত মাস থেকেই আলাদা থাকছেন নুসরত-নিখিল। সম্পর্কের দূরত্ব এখন অনেকখানি। সম্প্রতি একাই হিমাচলে ঘুরতে গিয়েছিলেন নিখিল, সেখান থেকে দিল্লি হয়ে আপতত মুম্বইয়ে বোনের কাছে পৌঁছেছেন। প্রথমবার নুসরতের সঙ্গে বিয়ে ভাঙা ও যশ-নুসরতের সম্পর্ক নিয়ে মুখ খুললেন নিখিল। (ছবি-ইনস্টাগ্রাম)
3/8 টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া সাক্ষাত্কারে নিখিল জানালেন- ‘ওদের(নুসরত-যশ) সম্পর্ক নিয়ে আমার পক্ষে কিছু মন্তব্য করাটা এখনই উচিত হবে না। বিয়ে একটা পবিত্র প্রতিষ্ঠান,এবং কারুর এটাকে কলঙ্কিত করা বা সুযোগ নিয়ে তার সদ্বব্যবহার করা উচিত নয়। তা বাইরে থেকে হোক বা ভিতর থেকে’। (ছবি-ইনস্টাগ্রাম)
4/8নিখিল আরও যোগ করেন, ‘আমার ভাবনাচিন্তা এমনিতে খুব মুক্ত,কিন্তু যখন পরিবার কিংবা আমাদের ভারতীয় সংস্কৃতির প্রশ্ন আসে তখন আমি গোঁড়া। আমি শুধু ভালোবাসা নিয়েই বাঁচতে চেয়েছি। সময়ের প্রয়োজনে যেটা ঠিক সেটাই করবার চেষ্টা করেছি। এটা আমার পরিবারের ক্ষেত্রেও প্রযোজ্য’। (ছবি-ইনস্টাগ্রাম)
5/8হিমাচলে ঘুরতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিস্ফোরক পোস্ট করেছেন নিখিল। কখনও কর্মফল নিয়ে সরব হয়েছেন তো কখনও বলেছেন ‘জীবনটা বুমেরাং-এর মতো’। একটি পোস্ট নিখিল জানান, ‘মানুষ কীভাবে তোমার সঙ্গে ব্যবহার করবে সেটা তাঁদের কর্মফল।তুমি পালটা কেমন আচরণ করবে সেটা তোমার কর্মফল’। অপর একটি পোস্টে তিনি লেখেন- 'জীবনের প্রত্যেকটা মুহূর্ত আলাদা। চুম্বন, সূর্যাস্ত, নাচ, প্রতিশ্রুতি, আজীবন একটা মুহূর্তেই ধরা থাকে। একই ভাবে পুনঃরাবৃত্তি ঘটে না’।
6/8নিখিলের এই ভাবনা দেখে অনেকেই মনে করছেন জীবনে এগিয়ে যেতে চাইছেন তিনি। তাও নিজের আত্মসম্মান বজায় রেখে। এই পোস্টগুলি সম্পর্কে নিখিলের কী মতামত? নিখিল সাফ জানান, ‘কোনও সোশ্যাল মিডিয়া পোস্ট দিতে আমি কিছু বোঝাতে চাইছি না। শুধু নিজের মনের শান্তিটুকু খুঁজে নিতে চাইছি। আমি কর্মফলে বিশ্বাসী। মনে করি তুমি যেমনটা করবে, তোমার সঙ্গেও তেমনটাই ঘটবে। তুমি ভালোবাসলে, পরিবর্তে ভালোবাসা পাবে’।
7/8নিখিলের সাফ কথা, তিনি সবকিছু থেকে সাময়িক বিরতি নিয়ে চান। নিজেকে নতুন করে খুঁজে নিতে চান।
8/8যশ-নুসরতের একসঙ্গে রাজস্থান সফর এবং সোশ্যাল মিডিয়া পিডিএ, একসঙ্গে দক্ষিণেশ্বর কালীমন্দিরে যাওয়া, এমনকি নিজেদের প্রথম মাচা শোয়ের জন্যও এক গাড়িতে নদিয়া যাওয়া- ক্রমেই তাঁদের বন্ডিং মজবুত হচ্ছে। যদিও এই ইকুয়েশন নিয়ে মুখে কিছুই বলতে চান না তাঁরা। (ছবি-ইনস্টাগ্রাম)
অন্য গ্যালারিগুলি
No Network
Server Issue
Internet Not Available
Wait for it…
Log in to our website to save your bookmarks. It'll just take a moment.