সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকা... more
সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসেছিলেন অশনীর গ্রোভার। সেখানেই বিয়ে-সম্পর্ক নিয়ে নিজের এই মত দেন অশনীর। বরাবরের মতোই একেবারে খোলামেলাভাবেই নিজের মতামত জানিয়েছেন তিনি। যদিও প্রতিবারের মতোই, এবারেও তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।
1/5 বয়স কুড়ির কোঠায় থাকতে থাকতে বিয়ে সেরে ফেলুন। সন্তানও নিয়ে নিন। এমনটাই পরামর্শ ভারতপে-র প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভারের। কিন্তু এমন বুদ্ধি দিলেন কেন? ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
2/5ধনকুবের উদ্যোক্তার দাবি, একটা বয়সের পর পুরুষ ও মহিলাদের 'জৈবিক ঘড়ির কাঁটা বাজতে' শুরু করে দেয়। তাই তাড়াতাড়ি বিয়ে-সন্তানের মতো কাজ সেরে ফেলাই ভাল। এটা করে রাখলেই 'জীবনের বড় জিনিস'গুলি করার স্বাধীনতা পাবেন, মত দুঁদে ব্যবসায়ীর। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
3/5সম্প্রতি জনপ্রিয় ইউটিউবার রণবীর আল্লাহবাদিয়ার পডকাস্টে এসেছিলেন অশনীর গ্রোভার। সেখানেই বিয়ে-সম্পর্ক নিয়ে নিজের এই মত দেন অশনীর। বরাবরের মতোই একেবারে খোলামেলাভাবেই নিজের মতামত জানিয়েছেন তিনি। যদিও প্রতিবারের মতোই, এবারেও তাঁর মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক। ফাইল ছবি: ইউটিউব (Instagram)
4/5কমেন্টে অনেকেই অশনীরের 'বায়োলজিকাল ক্লক'-এর মন্তব্যের বিরুদ্ধে সরব হয়েছেন। বিশেষত নারীবাদীরা এটিকে 'মান্ধাতা' আমলের ভাবনা-চিন্তা বলে দাবি করেছেন। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)
5/5আলোচ্য পডকাস্টে অশনীর আরও বলেন, 'এখনকার লোকজন কোনও সম্পর্কে কমিটেড হতে ভয় পান। সব কাজ খালি পিছিয়ে দেন।' তিনি বলেন, 'আমার জীবনের অভিজ্ঞতা থেকে বুঝেছি, অল্প বয়সে বিয়ের ফলে সন্তান, শ্বশুরবাড়ি ইত্যাদির কারণে জীবনে একটি সঠিক দিশা আসে। এর ফলে অন্যমনস্ক হওয়ার প্রবণতা দূর হয়।' ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Instagram)