বাংলা নিউজ >
ছবিঘর >
Lucky Zodiac On Mars Transit: জুনের শেষ থেকে টাকাকড়ি বাড়বে, মনের অপূর্ণ ইচ্ছা হবে পূরণ! জ্যোতিষমতে কোন রাশিগুলি লাকি?
Lucky Zodiac On Mars Transit: জুনের শেষ থেকে টাকাকড়ি বাড়বে, মনের অপূর্ণ ইচ্ছা হবে পূরণ! জ্যোতিষমতে কোন রাশিগুলি লাকি?
Updated: 10 Jun 2022, 01:18 PM IST
লেখক Sritama Mitra
জুনের শেষে মঙ্গল, মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে গোচর ...
more
জুনের শেষে মঙ্গল, মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে গোচর করবে। যার প্রভাব একাধিক রাশিতে পড়তে চলেছে। জ্যোতিষমতে মঙ্গলগ্রহ সাহস, ব্যবসা, আর পরাক্রমের দেবতা বলে মনে করা হয়। মঙ্গলের গোচর কোনও কোনও রাশির জন্য সুফল নিয়ে আসতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক এক প্রভাবে কোন কোন রাশি লাভবান হবে?
1/6জুন মাসে একাধিক গ্রহের গতিবিধির প্রভাব ১২ টি রাশিতে নানানভাবে পড়তে শুরু করবে। ইতিমধ্যেই একাধিক গ্রহের মার্গী হওয়ার ঘটনার প্রভাব পড়েছে রাশিগুলিতে। এরপর ২৭ জুন রয়েছে মঙ্গলের গোচর। ২৭ জুন ভোর ৫ টা ৩৯ মিনিটে মঙ্গল গোচর করতে চলেছে। এর প্রভাব একাধিক রাশিতে পড়বে। - (ছবিটি প্রতীকী)
2/6২৭ জুন মঙ্গল, মীন থেকে বেরিয়ে মেষ রাশিতে গোচর করবে। যার প্রভাব একাধিক রাশিতে পড়তে চলেছে। জ্যোতিষমতে মঙ্গলগ্রহ সাহস, ব্যবসা, আর পরাক্রমের দেবতা বলে মনে করা হয়। মঙ্গলের গোচর কোনও কোনও রাশির জন্য সুফল নিয়ে আসতে চলেছে। একনজরে দেখে নেওয়া যাক এক প্রভাবে কোন কোন রাশি লাভবান হবে?
3/6মিথুন-কর্মক্ষেত্রে আপনার অনুকূলে থাকবে পরিস্থিতি। আয়ে হবে বৃদ্ধি। বহু চাকরিরতদের এই সময় ভাল ফল মিলবে। যেকোনও রকমের টাকার বৃদ্ধি হবে এই সময়। মঙ্গলের গোচরের প্রভাব আপনার কথায় বার্তায় পড়বে। মনের ইচ্ছা পূরণ করতে পারবেন। নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন।
4/6সিংহ- সিংহ রাশির জাতক জাতিকাদের ভাগ্যের সঙ্গ মিলবে। পারিবারিক জীবনে ভারসাম্য আসবে। ছোট কোনও যাত্রা হতে পারে। সম্পত্তির দিক থেকে বিভিন্নভাবে সুফল পাবেন। ব্যবসায়ীদের জন্য সময় খুবই ভাল। পারিবারিক দিক থেকে সুখ পাবেন। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএফপি)
5/6মানি কন্ট্রোলের প্রতিবেদন অনুযায়ী, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ন্যূনতম বেসিক পে ১৮,০০০ টাকা থেকে বাড়িয়ে ২৬,০০০ টাকা করা হতে পারে। অর্থাৎ একলপ্তে ৮,০০০ টাকা বাড়তে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেসিক পে। (ছবিটি প্রতীকী)
6/6মীন-আয়ে হবে বৃদ্ধি। ধন প্রাপ্তি হতে পারে। ভাগ্যের সঙ্গ পাবেন। কোনও নতুন কাজে সাবধান হতে হবে। কথা বার্তা ঠিক করুন। গাড়ি চালানোর সময় সাবধান। (উপরোক্ত বক্তব্য সঠিক এমন দাবি আমরা করছি না। এটি গ্রহণ করার আগে যাচাই করতে সঠিক সূত্রের সাহায্য নিন।)। (ছবিটি প্রতীকী)