Mars Transit 2022: আজ রাশি পরিবর্তন করতে চলেছেন মঙ্গল গ্রহ। জ্যোতিষশাস্ত্রে যে গ্রহের বিশেষ গুরুত্ব আছে। সেই মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের ফলে আজ থেকে কয়েকটি রাশির জাতকদের ভালো সময় শুরু হবে। কোন কোন রাশির জাতকদের ভাগ্যোদয় হবে, তা দেখে নিন -
1/6মেষ রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মেষ রাশির জাতকরা শুভ ফল লাভ করবেন। অর্থ লাভ হবে। চাকরি এবং ব্যবসায় উন্নতির যোগ তৈরি হবে। কর্মক্ষেত্রে সাফল্য লাভ করবেন। যে কোনও কাজেই মিলবে সাফল্য। বিবাহিত জীবন সুখকর হবে। নয়া গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন। ধর্মীয় বা আধ্যাত্মিক কাজে অংশগ্রহণের সুযোগ মিলবে।
2/6মিথুন রাশি- মঙ্গলের রাশি পরিবর্তনের ফলে মিথুন রাশির জাতকদের অর্থ লাভ হবে। স্বভাবতই মজবুত হবে আর্থিক অবস্থা। ভাগ্যের পুরো সহায়তা মিলবে। এই সময় মিথুন রাশির জাতকদের জন্য দুর্দান্ত হতে চলেছে। বিবাহিত জীবন সুখকর হবে। পরিবারের সদস্যদের সহযোগিতা মিলবে। মান-সম্মান বাড়বে।
3/6তুলা রাশি- তুলা রাশির জাতকদের জন্য এই সময়টা অত্যন্ত ফলপ্রসূ হতে চলেছে। চাকরি এবং ব্যবসার জন্য এটা ফাটাফাটি সময়। অর্থ লাভ হবে। কর্মক্ষেত্রে প্রশংসিত হবেন। আপনার কাজে মুগ্ধ বেন সিনিয়ররা। চাকরির ক্ষেত্রে নয়া সুযোগ আসবে। বিবাহিত জীবন সুখকর হয়ে উঠবে। ধর্মীয় এবং আধ্যাত্মিক কাজে অংশগ্রহণ করবেন তুলা রাশির জাতকরা।
4/6বৃশ্চিক রাশি- মঙ্গলের গোচরের ফলে বৃশ্চিক রাশির জাতকদের ভাগ্যের দুয়ার খুলে যাবে। বাড়বে অর্থ। মজবুত হবে আর্থিক অবস্থা। চাকরি এবং ব্যবসায় উন্নতির প্রবল যোগ তৈরি হচ্ছে। কর্মক্ষেত্রে সকলের বিশেষ নজর থাকবে আপনার উপর। যে বৃশ্চিক রাশির জাতকরা শিক্ষাক্ষেত্রের সঙ্গে যুক্ত, তাঁদের তো কোনও অভাব হবে না। জীবনের সকলের ক্ষেত্রে সাফল্য মিলবে। পরিবাবের সদস্যদের সহযোগিতা লাভ করবেন। বৃশ্চিক রাশির জাতকদের দাম্পত্য জীবন সুখকর হবে। মান-সম্মান বাড়বে।
5/6মীন রাশি- এই সময়টা মীন রাশির জাতকদের বিশেষ একটা মুহূর্ত হতে চলেছে। যে কাজে হাত দেবেন, তাতেই সাফল্য পাবেন। আর্থিক সমস্যা থেকে মুক্তি পাবেন মীন রাশির জাতকরা। কর্মক্ষেত্রের নিরিখেও সময় অত্যন্ত ভালো কাটবে। উন্নতির পথ প্রশস্ত হবে মীন রাশির জাতকদের। বৈবাহিক জীবন সুখ-সমৃদ্ধিতে ভরপুর হয়ে উঠবে। গাড়ি বা বাড়ি কেনার পরিকল্পনা করতে পারেন।
6/6জ্যোতিষশাস্ত্র অনুযায়ী, আজ মিথুন রাশিতে গোচর হতে চলেছে মঙ্গলের (Mangal Rashi Parivartan 2022)। যা ১২ রাশির জাতকদের উপরই প্রভাব বিস্তার করে থাকে। মেষ এবং বৃশ্চিক রাশির অধিপতি হলেন মঙ্গল।