জ্যোতিষশাস্ত্রে মঙ্গলের একটি বিশেষ স্থান রয়েছে। মঙ্গলের রাশি পরিবর্তনের কারণে কিছু রাশির অবস্থা ভালো হবে, আবার কিছু রাশির জাতকদের সাবধান হওয়াও দরকার।
1/14মঙ্গলকে সমস্ত গ্রহের সেনাপতি বলা হয়। মঙ্গলকে শক্তি, ভূমি, সাহস, পরাক্রম, বীরত্বের গ্রহ বলা হয়। মঙ্গল মেষ এবং বৃশ্চিক দ্বারা শাসিত হয়।
2/14এটি মকর রাশিতে উন্নীত হয়, সেই সময়ে এটি কর্কট রাশিতে দুর্বল হয়। মঙ্গল রাশি পরিবর্তন করতে চলেছে ২৭ জুন। এর ফলে কিছু রাশির চিহ্ন ভাগ্যবান হবে, আবার কিছু লোককে সাবধান হওয়া দরকার। জেনে নিন, কোন রাশির জন্য কোন সময় অপেক্ষা করছে।
3/14মেষ রাশি: নতুন ব্যবসা শুরু হতে পারেন। বন্ধুর সহযোগিতাও পেতে পারেন। পিতামাতার কাছ থেকে অর্থ পেতে পারেন। কাজ বেশি হবে। আয় বাড়বে। পড়াশোনা জাতীয় কাজের প্রতি সচেতন থাকুন।
4/14বৃষ রাশি: মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। বাবার থেকে সাহায্য় পেতে পারেন। পড়াশোনা সংক্রান্ত কাজে অসুবিধা হতে পারে, সতর্ক থাকুন। কর্মক্ষেত্রে অসুবিধা হতে পারে। ব্যবসা থেকে অর্থ উপার্জন বাড়তে পারে।
5/14মিথুন রাশি: আপনার স্ত্রীর স্বাস্থ্যের যত্ন নিন। মায়ের সহযোগিতা পাবেন। পরিবারে ধর্মীয় অনুষ্ঠান হতে পারে। মিষ্টি খাবারের প্রতি আগ্রহ বাড়বে। ব্যবসায় মনোযোগ দিন, ওই ক্ষেত্রে অসুবিধা দেখা দিতে পারে। বন্ধুদের সহযোগিতা পাবেন।
6/14কর্কট রাশি: পড়াশোনা সংক্রান্ত কাজে আনন্দদায়ক ফল হবে। বুদ্ধিবৃত্তির কাজ থেকে আয় বাড়তে পারে। চাকরি পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। খরচ বাড়বে। বন্ধু আসতে পারে।
7/14সিংহ রাশি: চাকরিতে কর্মকর্তাদের সঙ্গে সদ্ভাব বজায় রাখুন। উন্নতির সুযোগ পাওয়া যেতে পারে।কর্মক্ষেত্র সম্মান বাড়বে। স্থান পরিবর্তনও হতে পারে। খরচ বাড়বে।
8/14কন্যা রাশি: ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। ব্যবসায় দৌড়াদৌড়ি বেশি হবে, তবে লাভের সুযোগও থাকবে। পড়াশোনা ও বুদ্ধিবৃত্তির কাজে ব্যস্ততা বাড়বে। বুদ্ধিবৃত্তির কাজ আয়ের উৎস হতে পারে। খরচও বাড়বে।
9/14তুলা রাশি: মায়ের স্বাস্থ্যের যত্ন নিন। ব্যবসায় সমস্যা হতে পারে। পড়াশোনা সংক্রান্ত কাজে মনোযোগ দিন। চাকরিতে কর্মকর্তাদের সহযোগিতা থাকবে, তবে কর্মক্ষেত্রে কাজ সংক্রান্ত অসুবিধা দেখা দিতে পারে। মূলত কাজের চাপ বাড়তে পারে।
10/14বৃশ্চিক রাশি: ব্যবসায় অসুবিধার সম্মুখীন হতে পারেন। ব্যবসা পরিবর্তনের সম্ভাবনা তৈরি হচ্ছে।লাভের সুযোগও থাকবে। পরিবারের স্বাস্থ্যের যত্ন নিন। চিকিৎসায় ব্যয় বাড়তে পারে। বন্ধুদের সঙ্গে মিশতে পারেন। তাতে সমস্যা কমবে।
11/14ধনু রাশি: চাকরিতে উন্নতি হতে পারে। কোনও সম্পত্তি থেকে অর্থ পাওয়া যেতে পারে। কোনও বন্ধুর সম্ভাব্য আগমন হতে পারে। বুদ্ধিবৃত্তির কাজের মাধ্যমে অর্থ উপার্জন করা যেতে পারে। ব্যবসা বাড়বে। লাভের সুযোগ থাকবে।
12/14মকর রাশি: ধর্মীয় কাজে ব্যস্ততা বাড়তে পারে। পোশাক উপহার হিসেবে পেতে পারেন। খরচ বাড়বে। চাকরির ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। ভ্রমণ উপকারী হবে। সন্তানদের কাছ থেকে ভালো খবর পেতে পারেন।
13/14কুম্ভ রাশি: শিক্ষামূলক কাজের সুখকর ফলাফল হবে। চাকরিতে উন্নতির সুযোগ আসতে পারে।আয় বাড়বে। পুরনো কোনও বন্ধুর সঙ্গে আবার যোগাযোগ হতে পারে। চাকরির ক্ষেত্রে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে।
14/14মীন রাশি: পরিবারের সঙ্গে কোনও ধর্মীয় স্থানে যেতে পারেন। আয় কম, খরচ বেশি হতে পারে।ব্যবসা বাড়বে। ব্যবসায়িক ভ্রমণ লাভজনক হবে। বন্ধুর সাহায্যে ব্যবসায়িক সুযোগ পেতে পারেন।