MBBS Admission: যদিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাত... more
MBBS Admission: যদিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের আবহ চরমে, তবুও এই দেশে মেডিক্যাল পড়ার বিবিধ সুযোগ রয়েছে। মেডিক্যালের পড়াশোনায় রাশিয়ার সরকার বহুল পরিমাণে ভর্তুকি দেয়। কাজান ফেডারেল বিশ্ববিদ্যালয়, বাশকির স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, আলতাই স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে সেদেশে পড়ানো হয় মেডিক্যাল।
1/7এমবিবিএস, বিডিএস সহ দেশের বিভিন্ন মেডিক্যাল কোর্সে ভর্তির জন্য নিট ইউজি কাউন্সিলিং শুরু হয়ে গিয়েছে। যাঁরা নিট পরীক্ষায় যাঁরা অকৃতকার্য হয়েছেন, তাঁরা এই কাউন্সিলিংয়ে অংশ নিতে পারছেন না। তবে জীবন কোনও একটি পরীক্ষাতে থেমে থাকে না! ফলে মেডিক্যাল পড়ার ক্ষেত্রে চেষ্টা যদি থেকে থাকে, তাহলে তার সুযোগও আসতে পারে। দেখে নেওয়া যাক, যাঁরা এই নিট পরীক্ষায় কোয়ালিফাইং মার্কস পাননি, তাঁরা বিদেশে কোন কোন জায়গায় এই কোর্স পড়ার সুযোগ পেতে পারেন।
2/7রাশিয়া- যদিও ইউক্রেন ও রাশিয়ার মধ্যে সংঘাতের আবহ চরমে, তবুও এই দেশে মেডিক্যাল পড়ার বিবিধ সুযোগ রয়েছে। মেডিক্যালের পড়াশোনায় রাশিয়ার সরকার বহুল পরিমাণে ভর্তুকি দেয়। কাজান ফেডারেল বিশ্ববিদ্যালয়, বাশকির স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়, আলতাই স্টেট মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলিতে সেদেশে পড়ানো হয় মেডিক্যাল। (প্রতীকী ছবি /ANI)
3/7চিন- চিনে মোট ৪৫ টি এমন শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে যেখানে মেডিক্যাল পড়ার সুযোগ রয়েছে। এই শিক্ষা প্রতিষ্ঠানকে মেডিক্যাল কাউন্সিল অফ ইন্ডিয়া অনুমোদন করেছে। কুনমিং মেডিকেল ইউনিভার্সিটি, চায়না মেডিকেল ইউনিভার্সিটি, নানজিং মেডিকেল কলেজ এবং ঝেংঝো ইউনিভার্সিটি সুপ্রসিদ্ধ চিকিৎসা প্রতিষ্ঠান।(প্রতীকী ছবি।)
4/7নেপাল- পড়াশোনার দিক থেকে একাধিক সুযোগ তৈরি হচ্ছে ভারতের প্রতিবেশী নেপালে। সেদেশে ন্যাশনাল মেডিকেল কলেজ, নোবেল মেডিকেল কলেজ, ইউনিভার্সাল কলেজ অফ মেডিকেল সায়েন্সেস, এবং চিতওয়ান মেডিকেল কলেজে মেডিক্যাল পড়ার সুযোগ রয়েছে। প্রতীকী ছবি
5/7বাংলাদেশ- ভারতের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশেও একাধিক এমন মেডিক্যাল কলেজ রয়েছে যা সেদেশের গর্ব হিসাবে উঠে আসছে। বাংলাদেশ মেডিকেল কলেজ, এশিয়ান মেডিকেল কলেজ এবং বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে ভারতীয় পড়ুয়ারা এমবিবিএস পড়ার সুযোগ পেয়ে থাকেন। ।(Representational photo)
6/7কাজাখস্তান- এই দেশেও রয়েছে মেডিক্যাল পড়ার জন্য একাধিক সুযোগ। দক্ষিণ কাজাখস্তান মেডিকেল একাডেমি, কাজাখ জাতীয় মেডিকেল বিশ্ববিদ্যালয়, আস্তানা মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং আল ফারাবি কাজাখ বিশ্ববিদ্যালয়ে মেডিক্যাল পড়ানো হয় এই দেশে।
7/7 তবে বিদেশ থেকে ডাক্তারি পাশ করে ভারতে আসার পর একটি বিশেষ পরীক্ষায় কৃতকার্য হলে তবেই তাঁকে চিকিৎসক হওয়ার স্বীকৃতি দেওয়া হয়। ফরেন মেডিক্যাল গ্র্যাজুয়েশন এক্সামিনেশন বা FMGE পরীক্ষায় পাশ করলে তবেই তিনি এই স্বীকৃতি পেতে পারেন। এছাড়াও ৫৪ মাসের পড়াশোনা ও ১২ মাসের ট্রেনিং জরুরি। ইংরেজি মাধ্যমে পড়াশোনা আবশ্যিক। এমনই বেশ কয়েকটি গাইডলাইন রয়েছে বিদেশে এমবিবিএস পাশ নিয়ে। ফাইল ছবি : পিটিআই