ক্যালেন্ডার বলছে ডিসেম্বর। তারপরও রাজ্যের ডেঙ্গির দৌরাত্ম্য কমার লক্ষ্মণ নেই। গতকালও ব্যারাকপুরে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধের। রাজ্যের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান অনুযায়ী, এবছর এখনও পর্যন্ত ৫০,০০০ জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি মোকাবিলায় নয় শুধু প্রশাসন নয়, মানুষকেও সচেতন হতে হবে বলে বক্তব্য বিশেষজ্ঞদের। মেনে চলতে হবে কিছু উপায়। কী সেগুলি, দেখে নিন একনজরে -
1/6জমা জলে ডিম পাড়ে কিউলেক্স ও অ্যানোফিলিস মশা। তাই বাড়ির চারপাশে পরিষ্কার বা নোংরা, কোনওরকম জল জমতে দেবেন না। (ছবি সৌজন্য হিন্দুস্তান টাইমস)