সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জয় করল পঞ্জাবের মেয়ে হরনাজ। কে তিনি? রইল পরিচয়।
1/11সোমবার সাত সকালে ১৩০ কোটি দেশবাসীকে গর্বের সুযোগ করে দিয়েছে চণ্ডীগড়ের ২১ বছরের তরুণী হরনাজ সান্ধু। মিস ইউনিভার্সের মঞ্চে ভারতের ২১ বছরের মুকুট খরা কাটল এই সুন্দরীর হাত ধরেই। সুস্মিতা সেন, লারা দত্তের পর তৃতীয় ভারতীয় হিসাবে ব্রহ্মাণ্ড সুন্দরীর খেতাব জিতলেন হরনাজ। (REUTERS)
2/11ইজরায়েলের এইলাতে অনুষ্ঠিত মিস ইউনিভার্স প্রতিযোগিতায় গোটা বিশ্বের ৭৯টি দেশের প্রতিযোগিকে পিছনে ফেলে দিস হারনাজ। (REUTERS)
3/11২১ বছরের এই সুন্দরী চণ্ডীগড়ের মডেল। ওই শহর থেকেই পড়াশোনা করেছে সে, দীর্ঘদিন ধরেই গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত হারনাজ, তাঁর ঝুলিতে রয়েছে একাধিক সৌন্দর্য প্রতিযোগিতার খেতাব, তবে এতোদিনে নিজের স্বপ্ন পূরণে সফল হলেন হরনাজ। (REUTERS)
4/11হরনাজের ইনস্টাগ্রাম বায়ো-তে লেখা রয়েছে- ‘তুমি এমনভাবে জ্বলে ওঠো যাতে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার হয়’। আর যেমন কথা তেমনই কাজ, এদিন সত্যিই নিজের রূপ, লাস্য আর বুদ্ধিমত্তার জাদুতে গোটা ব্রহ্মাণ্ডের সেরা সুন্দরী নির্বাচিত হলেন তিনি। (REUTERS)
5/11২০১৭ সালে টাইমস ফ্রেশ ফেস মিস চণ্ডীগড়ের খেতাব জেতে হারনাজ, তখন তাঁর বয়স মাত্র ১৭! পরের বছরই মিস ম্যাক্স ইমার্জিং স্টার ইন্ডিয়ার মুকুট ওঠে হারনাজের মাথায়। পরের বছরই ফেমিনা মিস ইন্ডিয়া পঞ্জাবের তাজ জেতেন, গত ৩১ সেপ্টেম্বর মিস ইন্ডিয়া ইউনিভার্স-এর মুকুট উঠেছিল হরনাজের মাথায়। চলতি বছর মিস ডিভা ২০২১-র খেতাবও জিতেছেন হারনাজ। (REUTERS)
6/11মডেলিং-এর পাশাপাশি অভিনয়ের দুনিয়াতেও নিজের রাজ কায়েম করেছেন হরনাজ। ইয়ারা দিয়াঁ পু বারাঁ (Yaara Diyan Poo Baran), বাই জি কুট্টাংগে (Bai Ji Kuttange)-র মতো পঞ্জাবি ছবির নায়িকা হারনাজ। এবার বলিউডের ডাক এল বলে… (REUTERS)
7/11পিতৃতান্ত্রিক সমাজব্যবস্থায় ছক ভাঙার অনুপ্রেরণা হারনাজ পেয়েছেন মায়ের কাছ থেকে। পেশায় তাঁর মা এক স্ত্রীরোগ বিশেষজ্ঞ। মা-ই তাঁর সব শক্তির উত্সস্থল জানিয়েছেন হারনাজ। (REUTERS)
8/11খালি সময়ে বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া, যোগ ব্যায়াম করা, নাচের অনুশীলন কিংবা ঘোড়া ছোটাতে ভালোবাসেন হারনাজ। দাবা খেলাতেও পারদর্শী সে। জলের সঙ্গে ভারী বন্ধুত্ব হারনাজের। সময় পেলেই সুইমিং পুলে গা ভিজিয়ে নেন তিনি। নিজেকে ‘ওয়াটার বেবি’ বলে পরিচয় করিয়ে দিতে ভালোবাসেন। (REUTERS)
9/11 কষ্ট করলে তবেই কেষ্ট মেলে, মনেপ্রাণে বিশ্বাসী হারনাজ। তিনি জানিয়েছেন, ‘তাদের সঙ্গে জীবনে সেরাটা ঘটে যাঁরা বিশ্বাস রাখে, চেষ্টা চালিয়ে যায়, শেখবার আগ্রহ দেখায় এবং সবসময় কৃতজ্ঞ থাকে’। (REUTERS)
10/11প্রিয়াঙ্কা চোপড়ার অনুরাগী হারনাজ। ২০০০ সালের মিস ওয়ার্ল্ডই হারনাজের অনুপ্রেরণা। (REUTERS)
11/11হারনাজের মাথায় এদিন মুকুট পরিয়ে দেন ২০২০ সালের মিস ইউনিভার্স মেক্সিকোর আন্দ্রেয়া মেজা। (REUTERS)