Winter Weather Update Today: একধাক্কায় কলকাতার পারদ কমল প্রায় দু'ডিগ্রি। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বাধাহীন উত্তুরে হাওয়ায় সপ্তাহান্তে রাজ্যের বিভিন্ন জেলায় জাঁকিয়ে শীত থাকবে। কোথায় কেমন আবহাওয়া থাকবে, তা দেখে নিন -
1/5একধাক্কায় প্রায় দু'ডিগ্রি কমল কলকাতার তাপমাত্রা। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.৩ ডিগ্রি সেলসিয়াস। আজ তা ঠেকল ১৪.৫ ডিগ্রিতে। যা স্বাভাবিকের তুলনায় এক ডিগ্রি কম বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
2/5আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হয়েছিল, তার প্রভাব কেটে গিয়েছে। তার ফলে পশ্চিমবঙ্গে বাধাহীনভাবে উত্তুরে হাওয়া প্রবেশ করছে। সেই পরিস্থিতিতে রাজ্যে পারদ নামতে শুরু করেছে। সপ্তাহান্তে জাঁকিয়ে শীত মালুম হবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে রয়টার্স)
3/5দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: আগামী পাঁচদিন দক্ষিণবঙ্গের কোনও জেলায় (উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া) বৃষ্টির পূর্বাভাস নেই। তবে আগামী তিনদিনে ধাপে-ধাপে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি কমতে পারে। পরবর্তী দু'দিনে অবশ্য তাপমাত্রার তেমন হেরফের হবে না। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
4/5উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস: আগামী পাঁচদিনে উত্তরবঙ্গের দুটি জেলায় খুবই হালকা বৃষ্টি হতে পারে। শনিবার কালিম্পঙে এবং সোমবার ও মঙ্গলবার কালিম্পং ও দার্জিলিঙে একেবারে হালকা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। তাছাড়া বাকি জেলাগুলিতে (কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদা) আবহাওয়া শুষ্ক থাকবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
5/5উত্তরবঙ্গে আবহাওয়ার পূর্বাভাস: হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী তিনদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতে দুই থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কমতে পারে। পরবর্তী দু'দিনে তাপমাত্রার তেমন হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে আগামী দু'দিন হিমালয় পাদদেশের কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকবে। (ছবিটি প্রতীকী)