বাড়ি থেকে কীভাবে মেট্রো স্টেশন যাবেন? তা নিয়ে রোজ সকালে অনেক নিত্যযাত্রীকেই দুশ্চিন্তায় থাকতে হবে। এবার সেই সমস্যা থেকে মুক্তি পেতে চলেছেন। সেজন্য পরিকল্পনা করছে রাজ্য সরকার। মেট্রো স্টেশনের সঙ্গে সরকারি বাস পরিষেবা জুড়ে দেওয়া হবে।
1/6বাড়ি থেকে মেট্রো ধরার চিন্তা যাবে, সরকারি বাস চালুর পরিকল্পনা রাজ্যের।
2/6বাড়ি থেকে নিকটবর্তী মেট্রো স্টেশন পর্যন্ত সরকারি বাস চলবে। ওই বাসে চেপে নিকটবর্তী মেট্রো স্টেশনে পৌঁছে যাবেন যাত্রীরা। ফেরার সময়ও মেট্রো স্টেশন থেকে বাড়ির উদ্দেশে সরকারি বাস পেয়ে যাবে। এমনই ‘ফিডার সিস্টেম’ চালু করতে চলেছে রাজ্য সরকার। (ছবিটি প্রতীকী, সৌজন্যে অরবিন্দ যাদব/হিন্দুস্তান টাইমস)
3/6শনিবার পরিবহণ মন্ত্রী ফিরহাদ হাকিম জানান, মেট্রোর সঙ্গে সরকারি বাস পরিষেবা জুড়ে দেওয়া হবে। যেরকম পরিষেবা মুম্বইয়ে পাওয়া যায় বলে জানিয়েছেন ফিরহাদ। তিনি জানান, মুম্বইয়ে এরকম ‘ফিডার সিস্টেম আছে। বিভিন্ন রেল স্টেশন থেকে যাত্রীদের সরকারি বাস পেয়ে যান। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
4/6কীরকম হবে বিষয়টা? সেই উদাহরণও দিয়েছেন ফিরহাদ। তিনি জানিয়েছেন, চেতলায় থাকেন তিনি। নিকটবর্তী মেট্রো স্টেশন হল কালীঘাট। সেক্ষেত্রে চেতলা থেকে ফিডার পরিষেবা ব্যবহার করে কালীঘাট মেট্রোয় যাওয়া যাবে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই)
5/6ফিরহাদ জানিয়েছেন, কলকাতায় মাত্র সাত শতাংশ উন্মুক্ত জায়গা আছে। যেভাবে বসতি বাড়ছে, তাতে আগামিদিনে যানজট আরও বাড়বে। সেই পরিস্থিতি মোকাবিলার জন্য একাধিক উড়ালপুল তৈরি করা হচ্ছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে পিটিআই)
6/6ফিরহাদ জানিয়েছেন, ২০৩০ সালের মধ্যে রাজ্যের সব বাস ব্যাটারিচালিত হবে। সেইসময়ের মধ্যে ফিডার পরিষেবা চালু হয়ে যাবে। (ফাইল ছবি)