Mexico Alien Skeleton Update: 'কোনও ধাপ্পা নয়', ফের টেস্ট হল মেক্সিকোর কঙ্কালের, তাহলে কি সত্যি ওটা এলিয়েন?
Updated: 20 Sep 2023, 01:07 PM ISTএলিয়েনের কঙ্কাল নাকি এদিক সেদিক থেকে কিছু জুড়ে দিয়ে ভুয়ো একটা দেহ খাড়া করানো হয় মেক্সিকোতে? এই প্রশ্ন উঠেছিলই। এই আবহে ফের পরীক্ষা করা হল সেই মমির। আর তাতে জানানো হল, এই মমি বা কঙ্কালে কোনও ধাপ্পাবাজি হয়নি। এই মমি একই দেহের অংশ। এই আবহে ফের প্রশ্ন উঠেছে, তাহলে কি সত্যি এটা এলিয়েন?
পরবর্তী ফটো গ্যালারি