শনিবার রাজস্থান রয়্যালসের কাছে ২৩ রানে মুম্বই ইন্ডিয়ান্স হেরে গেলেও, ৩৩ বলে ৬১ রান করে নজর কেড়েছেন তিল বর্মা। তরুণ এই ক্রিকেটার কে জানেন?
1/5আইপিএলে তাঁর প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ১৫ বলে ২২ রান করেছিলেন। আর শনিবার রাজস্থানের বিরুদ্ধে ৩৩ বলে ৬১ রানের দুরন্ত ইনিংস খেলেন তিলক বর্মা। রবিচন্দ্রন অশ্বিনের বলে তিনি বোল্ড হন। যদিও ম্যাচটি ২৩ রানে হেরে যায় মুম্বই।
2/5একটা সময়ে হায়দরাবাদের চন্দ্রগুট্টা এলাকার রাস্তায় ক্রিকেট খেলতেন তিলক বর্মা। বাবা ছিলেন ইলেকট্রিশিয়ান। সেই থেকে লড়াই শুরু। আর এখন তিনি কোটিপতি।
3/5ইলেকট্রিশিয়ান বাবার পক্ষে ছেলের ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার ক্ষমতা ছিল না। এক প্রকার তিলকের দায়িত্ব নিয়ে নিয়েছিলেন তাঁর কোচ সালাম।
4/5সালামের বাড়িতে পাঁচজন সদস্য ছিলেন। তা সত্ত্বেও অনেক সময়ই তিলককে নিজের বাড়িতে রেখে তাঁকে তৈরি করেন সালাম। খাওয়া থেকে শুরু করে তিলকের অন্যান্য খরচও চালাতেন ১৯ বছরের তরুণ তারকার কোচ।
5/5মাঠে নামার আগেই বিশ্বের অন্যতম সেরা এক ক্রিকেটারের সার্টিফিকেট পেয়ে গিয়েছিলেন তিলক। মুম্বই ইন্ডিয়ান্স নেটে তিলকের পারফরম্যান্স দেখে কোচ মাহেলা জয়বর্ধনে তাঁকে বিরাট প্রতিভা বলে উল্লেখ্য করেছিলেন। মুস্তাক আলি ট্রফিতে ২১৫ রান করেছেন ১৪৭.২৬ স্ট্রাইক রেটে।