Microsoft Unlimited Time off: অন্য অফিসের মতো, তাঁ... more
Microsoft Unlimited Time off: অন্য অফিসের মতো, তাঁদের ছুটির আবেদন করে অপেক্ষা করতে হবে না। কারণও প্রকাশ করার প্রয়োজন নেই। এছাড়াও ১০টি কর্পোরেট ছুটি, অনুপস্থিতিতে ছুটি, অসুস্থতার ছুটি দেওয়া হচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হল, মানসিক স্বাস্থ্যের জন্যও ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট।
1/5মার্কিন মুলুকের কর্মীদের 'যথেচ্ছ' ছুটি দেবে মাইক্রোসফট। বিষয়টি অবিশ্বাস্য হলেও, এটিই বাস্তব। মাইক্রোসফটের চিফ পিপল অফিসার ক্যাথলিন হোগান এক ইমেলের মাধ্যমে কর্মীদের এই বিষয়ে জানিয়েছেন। তাতে বলা হয়েছে, 'ডিসক্রিশনারি টাইম অফ'-এর অধীনে কর্মীরা যতদিন চান ছুটি নিতে পারেন। মার্কিন যুক্তরাষ্ট্রে মাইক্রোসফটের বেতনভোগী প্রত্যেক কর্মীই এই সুবিধা পাবেন। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
2/5উক্ত অফিস মেমোরেন্ডামে বলা হয়েছে, আমাদের কাজের পদ্ধতি, স্থান ইত্যাদি অনেকটাই বদলে গিয়েছে। তার সঙ্গে তাল মিলিয়ে ছুটির নিয়মকেও আরও নমনীয় এবং আধুনিক করে তোলা হয়েছে। গত বছর থেকেই মাইক্রোসফট আরও বেশি সংখ্যক কর্মীকে পাকাপাকিভাবে ওয়ার্ক-ফ্রম-হোম করার সুযোগ দিতে শুরু করেছে। এছাড়া ১,৫০০ টাকার 'প্যানডেমিক বোনাস'-ও পেয়েছেন কর্মীরা। ফাইল ছবি: মাইক্রোসফট (Reuters)
3/5সোমবার, ১৬ জানুয়ারি থেকে এই নয়া নিয়ম চালু। এর ফলে Microsoft কর্মচারীদের কী সুবিধা হবে? অন্য অফিসের মতো, তাঁদের ছুটির আবেদন করে অপেক্ষা করতে হবে না। কারণও প্রকাশ করার প্রয়োজন নেই। এছাড়াও ১০টি কর্পোরেট ছুটি, অনুপস্থিতিতে ছুটি, অসুস্থতার ছুটি দেওয়া হচ্ছে। ফাইল ছবি: রয়টার্স (Reuters)
4/5উল্লেখযোগ্য বিষয় হল, মানসিক স্বাস্থ্যের জন্যও ছুটি দেওয়া হবে বলে জানিয়েছে মাইক্রোসফট। তাছাড়া জুরি ডিউটিবা শোকের ঘটনা কেউ চাইলে ছুটি নিতে পারেন। শুধু তাই নয়। কারও ছুটি জমে থাকলে তিনি তা বিক্রিও করতে পারেন। অর্থাত্, প্রাপ্য ছুটি কেউ ব্যবহার না করলে, সেক্ষেত্রে সারা বছরের ছুটি এপ্রিল মাসে বিক্রি করে এককালীন টাকা পেয়ে যাবেন। ফাইল ছবি : ব্লুমবার্গ (Reuters)
5/5তবে মাইক্রোসফটে ঘন্টা হিসাবে কর্মরত কর্মীরা বা মার্কিন মুলুকের বাইরের কর্মীরা এই সুবিধা পাবেন না। আইনী কারণেই সেই সিদ্ধান্ত বলে জানিয়েছে মাইক্রোসফট। তবে মার্কিন যুক্তরাষ্ট্রে এমন উদার ছুটির নীতি নতুন নয়। এর আগে লিঙ্কডইন, ওরাকল, নেটফ্লিক্সের মতো সংস্থাগুলিও কর্মীদের এমন 'আনলিমিটেড ছুটি'র সুবিধা চালু করেছে। ফাইল ছবি: এএফপি (Reuters)