এর আগে সংস্থার চেয়ার ম্যানের পদে ছিলেন জন টমসন। এব... more
এর আগে সংস্থার চেয়ার ম্যানের পদে ছিলেন জন টমসন। এবার তিনি লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টরের পদ সামলাবেন।
1/5সংস্থার সিইও সত্য নাদেলাকে চেয়ারম্যান ঘোষণা করল প্রযুক্তি জায়েন্ট মাইক্রোসফট। এর আগে সংস্থার চেয়ারম্যান ছিলেন জন টমসন। এবার তিনি লিড ইন্ডিপেনডেন্ট ডিরেক্টরের পদ সামলাবেন। ফাইল ছবি : টুইটার (Twitter)
2/5গত ২০১৪ সালে মাইক্রোসফটের সিইও হন সত্য নাদেলা। সংস্থার বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যবসায়িক সিদ্ধান্ত, যেমন লিঙ্কডইন, নুয়্যান্স কমিউনিকেশনস. জেনিম্যাক্স ইত্যাদি অধিগ্রহণে তিনি অগ্রণী ভূমিকা নেন। ফাইল ছবি : টুইটার (Twitter)
3/5হায়দেরাবাদে তেলেগু পরিবারে জন্মান সত্য নাদেলা। তাঁর বাবা আইএএস অফিসার ছিলেন। মা সংস্কৃতের অধ্যাপিকা। কর্ণাটকের মণিপল ইনস্টিটিউট অব টেকনলজি থেকে তিনি ইলেকট্রিকাল ইঞ্জিনিয়ারিং-এর ডিগ্রি লাভ করেন। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য পাড়ি দেন। ফাইল ছবি : টুইটার (Twitter)
4/5ইউনিভার্সিটি অব উইসকনসিন থেকে কম্পিউটার সায়েন্স-এ MS করেন ১৯৯০ সালে। দুই বছর সান মাইক্রোসিস্টেমস-এ কাজ করার পর ১৯৯২ সালে মাইক্রোসফটে যোগ দেন। ফাইল ছবি : টুইটার (Twitter)
5/5এরপর ১৯৯৬ সালে ইউনিভার্সিটি অব চিকাগো থেকে MBA করেন। ফাইল ছবি : টুইটার (Twitter)