মিকার স্বয়ম্বর শেষ হওয়ার পথে। শোনা যাচ্ছে আকাঙ্খা নামের এই কন্যেকে বিয়ে করবেন মিকা, যিনি ‘বিগ বস ১৪’-র পারস ছাবড়ার প্রাক্তন প্রেমিকা ছিলেন।
1/5স্বয়ম্বরে পাত্রী খুঁজে পেলেন মিকা সিং। জানা যাচ্ছে স্টার ভারতের ‘মিকা দি বোটি’ শেষ হচ্ছে খুব জলদি। আর এই শো থেকেই নিজের হবু স্ত্রী খুঁজে নিয়েছেন মিকা। নাম তাঁর আকাঙ্খা পুরী। শো-তে মাঝপথে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নেন এই কন্যে। আর ঢুকেই জিতে নেন পঞ্জাবি এই গায়কের মন।
2/5বিনোদন জগতের পরিচিত মুখ আকাঙ্খা। বেশ কিছু দক্ষিণী ছবিতে অভিনয় করেছেন তিনি। কাজ করেছেন হিন্দি ধারাবাহিকে। মিকা আর আকাঙ্খা দু'জন দু'জনকে চেনেন গত ১০-১২ বছর ধরে। তাঁরা খুব ভালো বন্ধুও।
3/5আকাঙ্খা জানিয়েছেন স্বয়ম্বরে মিকাকে অন্য মেয়েদের সঙ্গে দেখে হিংসে হচ্ছিল তাঁর। তাই কিছু না ভেবেই শো-তে ওয়াইল্ড কার্ড হিসেবে এন্ট্রি নিয়েছেন। আপনাদের বলে রাখি এই আকাঙ্কা কিন্তু বিগ বসের পারস ছাবড়ার প্রাক্তন প্রেমিকা।
4/5ইতিমধ্যেই আকাঙ্খার ইন্দোরেরক বাড়িতে গিয়েছিলেন মিকা। সেখানে এই মেয়ের মা-বাবা, ভাই-বোনদের সঙ্গে দেখা করেন। পরিষ্কার বোঝা যাচ্ছে মিকার সঙ্গে আকাঙ্খার বিয়েতে আপত্তি নেয় পুরী পরিবারেরও।
5/5শো-তে রয়েছেন বাংলার মেয়ে প্রান্তিকা দাসও। মিষ্টি চেহারা আর সারল্য দিয়ে ইতিমধ্যেই গায়কের মন জয় করে নিয়েছেন তিনি। প্রান্তিকাকে বেশ কয়েকবার শো-তে নিজের রাজকুমারীও বলেছেন মিকা। এখন দেখার ফাইনালের দিন বরমালা কার গলায় পরান মিকা।