বাংলা নিউজ >
ছবিঘর >
‘মিলিয়ে নিও’ আসছেন নচিকেতা-ফারজানা, সঙ্গ দিলেন শ্রীজাত-জয় সরকার
‘মিলিয়ে নিও’ আসছেন নচিকেতা-ফারজানা, সঙ্গ দিলেন শ্রীজাত-জয় সরকার
Updated: 17 Dec 2021, 02:43 PM IST
লেখক Priyanka Bose
- শ্রীজাতর লেখায় জয় সরকারের সুরে একসঙ্গে গান গাইলেন নচিকেতা চক্রবর্তী এবং ওপার বাংলার ফারজানা সিফাত। গানের নাম ‘মিলিয়ে নিও’।
1/5সংগীতশিল্পী নচিকেতা চক্রবর্তী অনুরাগীদের জন্য সুখবর। এই প্রথম একসঙ্গে কাজ করছেন নচিকেতা চক্রবর্তী, শ্রীজাত, জয় সরকার এবং ওপার বাংলার ফারজানা সিফাত।
2/5শ্রীজাতর লেখায় জয় সরকারের সুরে একসঙ্গে গান গাইলেন নচিকেতা ও ফারজানা। গানের নাম ‘মিলিয়ে নিও’।
3/5কলকাতা শহরের বিভিন্ন জায়গায় হয়েছে গানের শ্যুটিং। দুই বাংলার সম্প্রীতির ছোঁয়া রয়েছে এই গানে।
4/5গানটির ভিডিয়ো পরিচালনায় পরিচালক সৌম্যজিত আদক।
5/5মিউজিক ভিডিয়োতে অভিনয় করেছেন শিল্পী নচিকেতা চক্রবর্তী ও ফারজানা সফিত নিজেই। শীঘ্রই মুক্তি পাবে এই গান।
অন্য গ্যালারিগুলি