আমূল, রেড কাউ, মাদার ডেয়ারি দিল্লি, মেট্রোর থেকে কম দাম বলে বাংলা ডেয়ারির দুধ বেশ জনপ্রিয়তা লাভ করেছে রাজ্যে। উল্লেখ্য, মাদার ডেয়ারির পরিবর্ত হিসাবে বাংলার ডেয়ারি চালু করেছিল রাজ্য সরকার। সই দুধেরই দাম বাড়ানোর ঘোষণা করা হল। সরকারের তরফে না রেট জারি করা হয়েছে। ১৬ মার্চ, বৃহস্পতিবার থেকেই বর্ধিত দাম প্রযোজ্য হয়েছে।
1/4স্বাস্থ্য সাথী থেকে শুরু করে আয়ুশ টোনড মিল্ক, সুপ্রিম এসটিডি মিল্ক, সুস্বাস্থ্য খোলা দুধের বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। জানানো হয়েছে, ১৬ মার্চ, বৃহস্পতিবার থেকে বাংলার ডেয়ারির সব ধরনের দুধের দাম লিটার প্রতি ২ টাকা করে বেড়েছে। দুধের বর্ধিত দাম বাংলার ডেয়ারির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
2/4ওয়বসাইট অনুয়ায়ী, সুপ্রিম দুধের ৫০০ মিলির প্যাকেটেক দাম ২৬ টাকা হয়েছে। আয়ুশ টোনড মিল্কের ৫০০ মিলির প্যাকেটের দাম হয়েছে ২৫ টাকা। প্রাণশুদ্ধ কাউ মিল্কের ৫০০ মিলির প্যাকেটের দাম হয়েছে ২৫ টাকা। স্বাস্থ্য সাথী ডবল টোনড দুধের ৫০০ মিলি প্যাকেটের দাম ২১ টাকা হয়েছে। আয়ুশ টোনড মিলকের ২০০ মিলি প্যাকেটের দাম ১১ টাকা করা হয়েছে। খোলা দুধের দাম লিটার প্রতি ৩৬ টাকায় বিকোবে এখন থেকে।
3/4এদিকে স্বাস্থ্য সাথী দুধ যেখানে লিটার প্রতি ৪২ টাকা হয়েছে, সেখানে এই একই শ্রেণির দুধ আমূল বিক্রি করে লিটার প্রতি ৪৮ টাকায়। রেড কাউ সেই দুধ বিক্রি করে লিটার প্রতি ৫০ টাকায়। মাদার ডেয়ারি দিল্লি তা বিক্রি করে লিটারে ৪৪ টাকায়। মেট্রো তা বিক্রি করে ৪৮ টাকায়। এদিকে বাংলা ডেয়ারির টোনড মিল্ক যেখানে লিটারে ৫০ টকা হয়েছে, সেখানে আমূল তা বিক্রি করে ৫৪ টাকায়। মেট্রো ও রেড কাউও এই দুধ লিটারে ৫৪ টাকা রেটে বিক্রি করে। এদিকে মাদার ডেয়ারি তা বিক্রি করে ৫০ টাকা লিটারে।
4/4এদিকে বাংলা ডেয়ারির কাউ মিল্ক লিটারে ৫০ টাকায় বিকোবে এবার থেকে। তবে আমূলের আরম মেট্রোর কাউ মিল্ক লিটারে ৫৬ টাকা করে বিকোয়। রেড কাউ-এর গরুর দুধ বিকোয় লিটারে ৫৮ টাকা করে। সুপ্রিম মিল্ক যেখানে বাংলা ডেয়ারি বিক্রি করছে লিটারে ৫২ টাকায়, আমূল সেখানে ৬০ টাকায় বিক্রি করছে এই মানের দুধ। এই একই মানের দুধ মেট্রো ও মাদার ডেয়ারি বিক্রি করছে ৫৪ টাকায়।