শাস্তি হিসাবে ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ৫,০০০ টাকার জরিমানা করেছেন। শুক্রবার পিটিআইকে এই বিষয়ে সাক্ষাত্কার দেন প্রসিকিউশন অফিসার রামাবতার সিং। তিনি জানান, হরবীর সিং ভেজাল দুধ বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠেছিল।
1/5অভিযোগ দায়েরের পর ৩২ বছরেরও বেশি সময় পেরিয়ে গিয়েছে। এতদিন পরে 'ভেজাল' দুধ বিক্রির শাস্তি পেলেন বিক্রেতা। তাঁর ৬ মাসের কারাদণ্ডের ঘোষণা করল আদালত। ফাইল ছবি: এপি (AP)
2/5বৃহস্পতিবার অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রশান্ত কুমার শুনানি করেন। অভিযুক্ত দুধ বিক্রেতা হরবীর সিংকে দোষী সব্যস্ত করেন তিনি। এরপর সাজা ঘোষণা করেন। ফাইল ছবি: ফ্রিপিক (AP)
3/5শাস্তি হিসাবে ৬ মাসের কারাদণ্ডের পাশাপাশি তাঁদের ৫,০০০ টাকার জরিমানা করেছেন। শুক্রবার পিটিআইকে এই বিষয়ে সাক্ষাত্কার দেন প্রসিকিউশন অফিসার রামাবতার সিং। তিনি জানান, হরবীর সিং ভেজাল দুধ বিক্রি করছিলেন বলে অভিযোগ উঠেছিল। ফাইল ছবি: আনস্প্ল্যাশ (AP)
4/5এরপর তাঁর বিক্রি করা দুধের নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। রিপোর্টে প্রমাণিত হয় যে তিনি ভেজাল দুধই বিক্রি করে মুনাফা কামাচ্ছিলেন। ফাইল ছবি: আনস্প্ল্যাশ (AP)
5/5আজ থেকে প্রায় ৩২ বছর আগে ১৯৯০ সালের ২১ এপ্রিল খাদ্য পরিদর্শক সুরেশ চাঁদ ওই দুধ বিক্রেতার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (AP)