বিশ্বসেরা স্প্রিন্টার জানিয়েছেন, গত বুধবার প্রথম তাঁর SSL অ্যাকাউন্টে গরমিল লক্ষ্য করেন।। তিনি বিগত প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থার সঙ্গে বিনিয়োগের প্রক্রিয়ায় জড়িত।
1/5আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন উসেইন বোল্ট। তাঁরই অ্যাকাউন্ট থেকে হাওয়া কোটি কোটি টাকা! জামাইকার সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, বোল্টের ম্যানেজার নুজেন্ট ওয়াকার জানিয়েছেন যে তদন্ত শুরু হয়েছে। ফাইল ছবি: এএফপি (REUTERS)
2/5সেদেশের আর্থিক তদন্ত বিভাগ এবং আর্থিক পরিষেবা কমিশন বিষয়টি দেখছে। তিনি জানান, বিনিয়োগ সংস্থা স্টকস অ্যান্ড সিকিউরিটিজ লিমিটেডে(SSL) উসেইনের অ্যাকাউন্ট ছিল। সেখান থেকে টাকা হাপিশ হয়েছে। উক্ত সংস্থাও পুলিশে অভিযোগ দায়ের করেছে। ছবি- রয়টার্স। (REUTERS)
3/5 বিশ্বসেরা স্প্রিন্টার জানিয়েছেন, গত বুধবার প্রথম তাঁর SSL অ্যাকাউন্টে গরমিল লক্ষ্য করেন।। তিনি বিগত প্রায় ১০ বছরেরও বেশি সময় ধরে এই সংস্থার সঙ্গে বিনিয়োগের প্রক্রিয়ায় জড়িত। ফাইল ছবি: এপি (REUTERS)
4/5জামাইকার সংবাদমাধ্যম গ্লিনারের রিপোর্টে বলা হয়েছে, কোনও SSL কর্মচারীই এই কাণ্ডে জড়িত থাকতে পারেন। তবে তদন্তের স্বার্থে এখনও তাঁর নাম প্রকাশ করা হয়নি। ফাইল ছবি: এপি (REUTERS)
5/5১০০ মিটার, ২০০ মিটার এবং ৪x১০০ মিটার রিলেতে উসেইন বোল্টের বিশ্ব রেকর্ড রয়েছে। ২০১৭ সালে তিনি অবসর গ্রহণ করেন। বিশ্বের অন্যতম ধনী অ্যাথলিট তিনি। (ছবি:রয়টার্স) (REUTERS)